Panchayat Election 2023: 'ব্যর্থ' প্রধানকে টিকিট, নির্দলকে সমর্থন তৃণমূলের একাংশের

Last Updated:

জয়নগরের উত্তর দুর্গাপুর পঞ্চায়েতে তৃণমূলের মাথাব্যথা দলেরই কর্মীরা। বিদায়ী প্রধানকে আবার টিকিট দেওয়ায় ক্ষুব্ধ কর্মী সমর্থকরা নির্দলকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: ভোট আসে ভোট যায়। প্রতিশ্রুতি প্রতিশ্রুতি হয়েই থেকে যায়, তা পূরণ করে না কেউ। জয়নগরের উত্তর দুর্গাপুর গ্রামে গিয়ে সেই ব্যাপারটাই মালুম হল। প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় বিদায়ী পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা। গত পাঁচ বছরে এলাকার রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থার বিন্দুমাত্র উন্নতি হয়নি বলে অভিযোগ।
দক্ষিণ ২৪ পরগনার এই পঞ্চায়েতটি তৃণমূলের দখলে ছিল। উত্তর দুর্গাপুর পঞ্চায়েতের প্রধান ছিলেন লিপিকা মণ্ডল। তাঁর বিরুদ্ধে গ্রামবাসীদের ক্ষোভ থাকলেও এবার‌ও তৃণমূল তাঁকে টিকিট দিয়েছে। ফলে উত্তর দুর্গাপুর পঞ্চায়েতের যে আসন থেকে গতবার তিনি জয়ী হয়েছিলেন সেই ১১১ নম্বর বুথেই জোড়া ফুল চিহ্নে প্রার্থী হয়েছেন লিপিকাদেবী। এই ঘটনায় আরও ক্ষুব্ধ এলাকার তৃণমূল কর্মী-সমর্থকরা। ব্যর্থ পঞ্চায়েত প্রধানকে আবারও প্রার্থী করায় দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ নির্দল প্রার্থীকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন।
advertisement
advertisement
পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে গ্রামবাসীদের মূল অভিযোগ, উন্নয়নের কাজে তিনি পক্ষপাতিত্ব করেছেন। তাছাড়া রাস্তাঘাটের উন্নয়ন এবং জল নিকাশির সমস্যার কোন‌ও সমাধান হয়নি বলেও গ্রামবাসীদের অভিযোগ। এমনকি বেশ কিছু প্রকল্পে অর্থ বরাদ্দ হলেও শেষ পর্যন্ত কাজ হয়নি এমনও অভিযোগ উঠেছে। লিপিকা মণ্ডল দুর্নীতিতে জড়িত ছিলেন বলে দাবি গ্রামবাসীদের একাংশের। সবমিলিয়ে পঞ্চায়েতের এই আসনে শাসকদলের প্রধান মাথাব্যাথা দলেরই ক্ষুব্ধ কর্মীরা।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Panchayat Election 2023: 'ব্যর্থ' প্রধানকে টিকিট, নির্দলকে সমর্থন তৃণমূলের একাংশের
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement