নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে মণ্ডপটিকে। মুল মণ্ডপে প্রবেশের আগে পাট দিয়ে তৈরি পালকি দেখা যায়। এর ভেতরে দেখা যায় গণেশ দেবকে। এই পালকি পাড় করে মুল মণ্ডপে প্রবেশ করলে চোখ আটকে যায় প্রতিটি কাজে। দেবী দুর্গার মৃন্ময়ী রূপটিও ভিন্ন ধরণের। শুধু মা দুর্গাকে দেখে মনে হতে পারে বাকিরা কোথায়? নিখুঁতভাবে দেখলে বোঝা যাবে মা দুর্গার গলার হারে রয়েছে লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিক। দেবীর পাশে রয়েছে সুপরির খোল,পাট দিয়ে তৈরি কলসাকৃতির মডেল।
advertisement
আরও পড়ুনঃ চা বলয়ে কেদারনাথ মন্দিরের থিমে দুর্গা পুজো অগ্রগামী সংঘের
পাশাপাশি লক্ষ্য করা যায় সামঞ্জস্য রেখে আলোকসজ্জা। পুজোর কটা দিন এই পুজো কমিটির তরফে মহারাষ্ট্র থেকে ঢোল, তাসা আনা হয়েছে।এই দলটি দর্শকের মনোরঞ্জন করবে। ষষ্ঠী থেকে শুরু হবে মনোরঞ্জনের কাজ। যা চলবে নবমী পর্যন্ত। দর্শক টানতে এই আয়োজন ফালাকাটা কলেজপাড়া সর্বজনীন পুজো কমিটির। দর্শনার্থীদের ভীড় এবারে উপচে পড়বে বলে আশাবাদী পুজো কমিটির সদস্যরা।
Annanya Dey