আরও পড়ুন: পূর্ব বর্ধমান জেলায় ঘটল এক ভয়াবহ কাণ্ড ! গভীর রাতে বাড়ির মধ্যেই মহিলার উপর অ্যাসিড হামলা
নবীন ছেত্রী সংসার চালানোর জন্য গাড়ি চালালেও নেশায় আসলে সমাজসেবী। সামর্থ অনুযায়ী তিনি সকলের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। এর আগেও এলাকর এক দরিদ্র ব্যক্তির ঘরের চাল টিন দিয়ে ঢেকে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। এলাকার কেউ অসুস্থ শুনলেই তাঁর বাড়ি চলে যান, নিজের পকেটে টাকা খরচ করে ডেকে আনেন চিকিৎসককে। ব্যবস্থা করে দেন ওষুধেরও।
advertisement
গাড়ি চালিয়ে আলিপুরদুয়ারের নবীন ছেত্রির যতটুকু আয় হয় তার বেশিরভাগটাই সমাজসেবায় দিয়ে দেন। বর্ষাকালের টানা বৃষ্টিতে কালচিনির বিভিন্ন এলাকায় বন্যা হয়েছে। অনেকেই সবকিছু খুইয়ে রাস্তায় এসে বসেছেন। তাঁদের কাছে গিয়ে রান্নার সামগ্রী তুলে দেন সমাজসেবীর নবীন। তাঁর এই পরোপকারী মানসিকতা প্রসঙ্গে নবীন ছেত্রি বলেন, ইচ্ছে থাকলেও ওনাদের ঘর বানিয়ে দেওয়ার সামর্থ্য নেই আমার। ওটা প্রশাসনের কাজ। তবে খাবারের যাতে অসুবিধা না হয় তারজন্য রেশন সামগ্রী দিলাম।
অনন্যা দে