Acid Attack:  পূর্ব বর্ধমান জেলায় ঘটল এক ভয়াবহ কাণ্ড ! গভীর রাতে বাড়ির মধ্যেই মহিলার উপর অ্যাসিড হামলা 

Last Updated:

গভীর রাতে নিজের বাড়িতেই অ্যাসিড হামলার শিকার গৃহবধূ! পূর্ব বর্ধমানের রায়নায় ভয়াবহ কাণ্ড

পূর্ব বর্ধমান: গভীর রাতে নিজের বাড়িতেই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর অ্যাসিড হামলায় গুরুতর আহত হলেন মহিলা। পূর্ব বর্ধমানের রায়নার পলাশন পঞ্চায়েতের ধারান গ্রামের ঘটনা। পুলিশের উদ্যোগে ওই মহিলার চিকিৎসা শুরু হলেও কে বা কারা এই অ্যাসিড অ্যাটাক করেছে তা জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছরখানেক আগে আক্রান্ত মহিলার স্বামী মারা যান। তারপর থেকে ধারান গ্রামে শ্বশুরবাড়িতেই ছেলে ও মেয়েকে নিয়ে থাকেন তিনি। সোমবার গভীর রাতে শৌচালয় যাবেন বলে ওই মহিলা বাড়ির গ্রিলের গেট খুলে বাইরে এসেছিলেন। তিনি জানিয়েছেন, শৌচকর্ম সেরে বাড়িতে ঢুকে যখন গ্রিলের গেটে তালা দিচ্ছেন ঠিক সেই সময় তাঁকে কেউ বা কারা অ্যাসিড ছুড়ে মারে। যা চোখে, মুখে ও ডান হাতে এসে লাগে। সঙ্গে সঙ্গে সারা শরীরের তীব্র জ্বলুনি শুরু হয়। তাঁর প্রবল চিৎকারে জেগে যায় বাড়ির সবাই। পাশের ঘর থেকে উঠে আসেন শ্বশুর-শাশুড়ি। কিন্তু তাঁরা দৌড়ে বাইরে বেরিয়েও কাউকে ধরতে পারেননি। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায়।
advertisement
advertisement
এরপর বেলসর গ্রামে মহিলার বাপের বাড়িতে খবর দেওয়া হয়। তাঁরা এবং শ্বশুরবাড়ির লোকজন ওই মহিলাকে প্রথমে রায়না থানায় নিয়ে যায়। সেখান থেকে পুলিশের তৎপরতায় তাঁকে প্রথমে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Acid Attack:  পূর্ব বর্ধমান জেলায় ঘটল এক ভয়াবহ কাণ্ড ! গভীর রাতে বাড়ির মধ্যেই মহিলার উপর অ্যাসিড হামলা 
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement