TRENDING:

Alipurduar: পৃথক গ্রাম পঞ্চায়েতের দাবিতে সরব নিমতিঝোড়া ও নিমতি দোমহনী এলাকার মানুষেরা

Last Updated:

আগামী পঞ্চায়েত নির্বাচনের আগেই পৃথক গ্রাম পঞ্চায়েতের দাবি তুললেন কালচিনি ব্লকের নিমতিঝোড়া ও নিমতি দোমহনী এলাকার মানুষেরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: আগামী পঞ্চায়েত নির্বাচনের আগেই পৃথক গ্রাম পঞ্চায়েতের দাবি তুললেন কালচিনি ব্লকের নিমতিঝোড়া ও নিমতি দোমহনী এলাকার মানুষেরা। তারা তাদের দাবীপত্র ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছেন। আলাদা গ্রাম পঞ্চায়েত মিলবে এই আশায় দুই এলাকার বাসিন্দারা। নিমতিঝোড়া ও নিমতি দোমহনী দুই এলাকা মিলিয়ে রয়েছে দশটি সংসদ।হাজারের ওপরে মানুষজনের বসবাস এলাকায়।বর্তমানে দুটি এলাকা লতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত।লতাবাড়ি গ্রাম পঞ্চায়েত দফতর হ্যামিল্টনগঞ্জে রয়েছে।নিমতিঝোড়া এবং নিমতি দোমহনী এলাকা থেকে গ্রাম পঞ্চায়েতের দুরত্ব প্রায় ১৮ কিলোমিটার। এই ১৮ কিলোমিটার পথ পেরিয়ে গ্রাম পঞ্চায়েত দফতরে গুরুত্বপূর্ণ কাজ করতে এসে নাজেহাল হতে হয় নিমতি এলাকার মানুষদের।
advertisement

নিমতিঝোড়া ও নিমতি দোমহনী এলাকার বাসিন্দারা চা বাগানের শ্রমিকের কাজ, দিনমজুরি করে জীবিকা নির্বাহ করেন। এই দিন আনি দিন খাই মানুষদের দৈনিক মজুরি ১৫০-২০০ টাকা। কোনো গুরুত্বপূর্ণ কাজ নিয়ে লতাবাড়ি গ্রাম পঞ্চায়েত দফতরে এলে গাড়িভাড়া চলে যায় ৭০-৮০ টাকা।এরপর আর সংসার চালানোর টাকা থাকেনা এলাকাবাসীদের হাতে।

আরও পড়ুনঃ মাদারিহাটের ভুট্টা ক্ষেতে তাণ্ডব চালাল ৪০টি বুনো হাতির দল

advertisement

তাই পৃথক গ্রাম পঞ্চায়েতের দাবি তাদের।পঞ্চায়েত নির্বাচনের আগেই কি মিলবে পৃথক গ্রামপঞ্চায়েত? এই প্রশ্নের উত্তরের দিকে তাকিয়ে নিমতিঝোড়া ও নিমতি দোমহনী এলাকার মানুষেরা। এই দাবীপত্র প্রথম পাঠানো হয় কালচিনি ব্লক কার্যালয়ে। তারপর জেলা শাসকের কাছে। মুখ্যমন্ত্রীর কাছেও গিয়েছে দাবীপত্র।

View More

আরও পড়ুনঃ ঝোড়ার জল বেড়ে বিপত্তি! ক্ষতির মুখে রাজাভাত চা বাগান ও শ্রমিক মহল্লা

advertisement

কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ জানিয়েছেন, \"দাবি করার অধিকার যে কোনো মানুষের রয়েছে। নিমতিঝোড়া ও নিমতি দোমহনী এলাকাবাসীদের দাবীপত্র পেয়েছি। তাঁদের সমস্যার কথা বুঝতে পারি। তবে ব্লকের তরফ থেকে পৃথক গ্রাম পঞ্চায়েতের দাবিতে শীলমোহর দেওয়া সম্ভব নয়।রাজ্য সরকার যা সিদ্ধান্ত নেবেন তা ওই এলাকার বাসিন্দাদের জানিয়ে দেওয়া হবে।\"

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Ananya Dey

advertisement

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar: পৃথক গ্রাম পঞ্চায়েতের দাবিতে সরব নিমতিঝোড়া ও নিমতি দোমহনী এলাকার মানুষেরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল