TRENDING:

Alipurduar Durga Puja 2022 II প্রতিমা নিরঞ্জনে সরকার বাড়ির ধুনুচি নাচ দেখতে মাদারিহাটে উপচে পড়া ভীড়

Last Updated:

প্রথা মেনে বিসর্জন ঘাটে ধুনুচি নাচের মাধ্যমে ঘরের মেয়ে উমাকে বিদায় জানাল জয়গাঁর সরকার পরিবার। জয়গাঁর বাস স্ট্যাণ্ডের সামনে সুজয় সরকারের বাড়ি। উনিশ বছর ধরে দেবী দুর্গার আরাধনা করেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার : প্রথা মেনে বিসর্জন ঘাটে ধুনুচি নাচের মাধ্যমে ঘরের মেয়ে উমাকে বিদায় জানাল জয়গাঁর সরকার পরিবার। জয়গাঁর বাস স্ট্যাণ্ডের সামনে সুজয় সরকারের বাড়ি। উনিশ বছর ধরে দেবী দুর্গার আরাধনা করেন তিনি। এবারেও নিয়ম মেনে পুজো করেছিলেন দেবী দুর্গার। কিন্তু দশমীর বিদায় বেলা এলেই মন খারাপ হয়ে যায় সরকার বাড়ির প্রতিটি সদস্যের। তবুও ঘরের মেয়েকে হাসিমুখে বিদায় জানাতে বিসর্জন ঘাটে ধুনুচি নাচের আয়োজন করেন সরকার বাড়ির মহিলারা। এই আনন্দে সামিল হন বিসর্জন ঘাটে আসা দর্শনার্থীরা।
advertisement

এবারেও মাদারিহাট বিসর্জন ঘাটে সরকার বাড়ির মহিলাদের বিসর্জনে ধুনুচি নাচ দেখতে ভীড় জমান দর্শনার্থীরা। বাড়ির পুজোর আনন্দ এভাবেই বাইরেও ছড়িয়ে যায়। সরকার বাড়ির পক্ষ থেকে অনীতা সরকার জানান, "মন মানে না মাকে বিদায় দিতে। কিন্তু ঘরের মেয়ে তাকে তো স্বামীর কাছে ফিরতেই হবে। তাই কষ্ট বুকে জমিয়ে রেখে হাসিমুখে বিদায় জানাই দুর্গাকে। আবারও শুরু হয় একটা বছরের অপেক্ষা।"

advertisement

আরও পড়ুনঃ উৎসবের পর বিদায়ের পালা! আলিপুরদুয়ারের মণ্ডপে মণ্ডপে চলছে সিঁদুর খেলা

জয়গাঁর সরকার বাড়িতে দেবী চলে আসেন মহালয়ার দিন। নবরাত্রির নিয়ম মেনে দশরূপের পুজো হয় দেবীর। পুজো চলাকালীন অন্ন মুখে তোলেন না পরিবারের কেউই। নবমীর দিন কুমারী পুজোর আয়োজন হয়। কুমারী পুজোর পর,দেবীর অনুমতি নিয়ে অন্ন গ্রহণ করেন তারা।দশমীতে সিদুঁর খেলে, মিষ্টি মুখ করিয়ে দেবীকে বিদায় জানান পরিবারের সদস্যরা। বাড়িতে দেবীর বরণ হলেও। বিসর্জন ঘাটে গিয়ে আবারও দেবীকে বরণ করে, সিদুঁর পড়িয়ে মিষ্টি মুখ করিয়ে বিদায় জানানো হয় দেবীকে।

advertisement

View More

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar Durga Puja 2022 II প্রতিমা নিরঞ্জনে সরকার বাড়ির ধুনুচি নাচ দেখতে মাদারিহাটে উপচে পড়া ভীড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল