Alipurduar Durga Puja 2022 II উৎসবের পর বিদায়ের পালা! আলিপুরদুয়ারের মণ্ডপে মণ্ডপে চলছে সিঁদুর খেলা

Last Updated:

বাঙালি বছরের শুরুতে ক্যালেন্ডার পেলেই সবার আগে খুঁজে দেখে পুজো কবে পড়েছে, আর দশমী আসা মানেই নতুন বছরের ক্যালেন্ডারের অপেক্ষা। পুজোর সেই চারদিনের অপেক্ষা।

+
title=

#আলিপুরদুয়ার : বাঙালি বছরের শুরুতে ক্যালেন্ডার পেলেই সবার আগে খুঁজে দেখে পুজো কবে পড়েছে, আর দশমী আসা মানেই নতুন বছরের ক্যালেন্ডারের অপেক্ষা। পুজোর সেই চারদিনের অপেক্ষা। কিন্তু এই দিন পুজো শেষ হয়ে যায় বলে আনন্দে যে কোনও ঘাটতি থাকে এমনটা নয়। মন খারাপ হয় ঠিকই, তবুও সেটা ভুলতে একাধিক নিয়ম পালন করে মাকে হাসি মুখে বিদায় জানানো হয়। দশমীর দিন একাধিক নিয়ম আচার পালন করা হয়ে থাকে। এই সময় যেমন নীলকন্ঠ পাখি ওড়ানো হয়, তেমনই পাড়ায় পাড়ায়, কিংবা বনেদি বাড়িগুলোতে দেবীকে বরণের পর চলে সিঁদুর খেলা।
বিবাহিত মহিলারা এই সিঁদুর খেলায় যোগ দেন। যদিও আজকাল বিবাহিত, অবিবাহিত সকলেই এই আনন্দ উৎসবে মেতে ওঠেন। দশমীর দিন হিন্দু শাস্ত্র অনুযায়ী দেবী বরণের পর সিঁদুর খেলায় মেতে ওঠেন মহিলারা। তাঁরা এই নিয়মকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করেন। দশমীর দিন মহিলারা আগে দেবীকে বরণ করেন, তাঁর কপালে সিঁদুর ছুঁইয়ে, সেই সিঁদুর একে অন্যের সিঁথিতে দেন। মনে করা হয় এতে সৌভাগ্য পাওয়া যায়।
advertisement
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারের ঐতিহ্যবাহী দুর্গাবাড়ির পুজোয় মানুষের ঢল
এই সিঁদুর খেলার প্রথার সঙ্গে জড়িয়ে আছে ধুনুচি নাচ। বহু বছর ধরেই এই দিনে মহিলারা সিঁদুর খেলে থাকেন এবং স্বামীর দীর্ঘায়ু কামনা করেন। আজ দশমী। পুজোর শেষ। আরও একটা বছরের অপেক্ষা।দেবীকে বরণের পাশাপাশি। সিঁদুর খেলায় মেতে উঠতে দেখা যায় আলিপুরদুয়ারের সকলকে। মহিলারা সিঁদুর খেলার পাশাপাশি। একে অপরের মিষ্টিমুখ করাচ্ছেন।
advertisement
advertisement
 
 
Annanya Dey
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar Durga Puja 2022 II উৎসবের পর বিদায়ের পালা! আলিপুরদুয়ারের মণ্ডপে মণ্ডপে চলছে সিঁদুর খেলা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement