TRENDING:

Elephant Attack: নষ্ট হচ্ছে ফসল, মারা যাচ্ছে গ্রামবাসীরা! হাতির হানায় ধ্বংস হওয়ার মুখে গ্রামীণ অর্থনীতি?

Last Updated:

হাতির তাণ্ডবে ভয়ঙ্কর সংকটের মুখে পড়েছে আলিপুরদুয়ার জেলার গ্রামীণ অর্থনীতি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: বাসব পণ্ডিত, বিভাস পণ্ডিত, ধীরেন দেবনাথ সহ গ্রামের বেশ কয়েকজন মিলে আট বিঘা জমিতে রবিশস্য চাষ করেছিলেন। ফসল ভালোই ফলেছিল। কিন্তু বর্তমানে আটের জায়গায় মাত্র তিনবিঘা জমিতে ফসল রয়েছে। সেই ফসল ও ঘরে তুলতে ভয় পাচ্ছেন বাসব বিভাস ধীরেনরা। কারণ বুনো হাতি। আলিপুরদুয়ার জেলার নানান প্রান্তে গত মাস খানেক ধরে হাতির তাণ্ডব শুরু হয়েছে। সেই হাতিই বাসব-বাভাসদের গ্রাম আলিপুরদুয়ার-২ ব্লকের চৌকির বসে এসে যাবতীয় রবিশস্য নষ্ট করে চলে গিয়েছে। সেই কারণেই বাসব পণ্ডিত, বিভাস পণ্ডিত, ধীরেন দেবনাথদের চাষ করা রবিশস্য ৮ বিঘা জমির মধ্যে মাত্র ৩ বিঘায় সীমাবদ্ধ হয়ে গিয়েছে। সেই ফসলটুকুও ঘরে তুলতে ভয় পাচ্ছেন তাঁরা। কারণ বাড়িতে ধান আলু সবজি মজুত করে রাখলে হানা দিয়ে সে সব‌ও লুটে নিয়ে যাচ্ছে!
advertisement

এটা কোনও একটা গ্রামের ছবি নয়। আলিপুরদুয়ার জেলার জঙ্গলের পার্শ্ববর্তী প্রায় প্রতিটি গ্রামে এই বছর আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে হাতি। রবিশস্য চাষ করে লাভের পরিবর্তে ক্ষতির মুখে পড়তে হয়েছে কৃষকদের। কারণ হাতি এসে ফসল খেয়ে নষ্ট করে চলে গিয়েছে। প্রতিদিন রাত থেকে ভোরবেলা পর্যন্ত এই সমস্ত গ্রামের জমিতে হাতির তাণ্ডব শুরু হয়। এমনকি গেরস্থের বাড়ি থেকে খাবারদাবারের গন্ধ পেলে সেখানেও হানা দিচ্ছে হাতি। বাড়ির চাল, দেওয়াল ভেঙে খাবার লুটে নিয়ে যাচ্ছে। আর সেই সময় ভুল করে সামনে কেউ পড়ে গেলে তাকে একেবারে থেঁতলে খুন করছে তারা। এই বছর হাতের হানায় আলিপুরদুয়ার জেলায় বহু মানুষের মৃত্যু হয়েছে।

advertisement

আরও পড়ুন: হঠাৎ কাজে আসতে হবে না বলেছে মৎস্য দফতর, প্রতিবাদে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ

এই পরিস্থিতিতে ফসল এবং প্রাণ হারিয়ে বেজায় বিপাকে পড়েছে জেলার গ্রামীণ মানুষজন। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, হাতির হানার বিষয়ে বন দফতরকে বলা হলেও লাভ কিছু হচ্ছে না। এই পরিস্থিতিতে আলিপুরদুয়ারের গ্রামীণ অর্থনীতি ভেঙে পড়ার অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। এখনও পর্যন্ত রাত ও ভোরবেলায় গভীর কুয়াশা থাকায় গ্রামের মানুষ হাতি তাড়াতে উদ্যোগী হতে পারছে না। কারণ এই কুয়াশার কারণেই সামনে হাতিকে দেখতে না পেয়ে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। ফলে কেউই ঝুঁকি নিতে চাইছে না।

advertisement

যদিও সাউথ রায়ডাক রেঞ্জের রেঞ্জার দেবাশিস মণ্ডল জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে।

অনন্যা দে

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Elephant Attack: নষ্ট হচ্ছে ফসল, মারা যাচ্ছে গ্রামবাসীরা! হাতির হানায় ধ্বংস হওয়ার মুখে গ্রামীণ অর্থনীতি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল