East Medinipur News: হঠাৎ কাজে আসতে হবে না বলেছে মৎস্য দফতর, প্রতিবাদে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ

Last Updated:

বকেয়া বেতন এবং চাকরির স্থায়ীকরণের দাবিতে মৎস্য দফতরের অস্থায়ী কর্মীদের বিক্ষোভ

+
title=

পূর্ব মেদিনীপুর: বকেয়া বেতন দেওয়া ও কাজের স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ দেখাল রাজ্যের মৎস্য দফতরের অস্থায়ী কর্মীরা। পূর্ব মেদিনীপুরের রামনগরের আলমপুর ফিশারির অস্থায়ী কর্মীরা শুক্রবার স্থানীয় মৎস্য দফতরের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান। দীর্ঘদিন ধরে কাজ করলেও হঠাৎ তাঁদের বেতন বন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ করেন। পাশাপাশি রাজ্য মৎস্য দফতর সম্প্রতি একটি নির্দেশিকা পাঠিয়ে অস্থায়ী কর্মীদের একাংশকে ছেঁটে ফেলার কথা জানিয়েছে বলে ওই কর্মীরা জানান। তাঁদের দাবি, কাউকে ছাঁটাই করা চলবে না, সবাইকে স্থায়ী করতে হবে।
রাজ্য মৎস্য দফতরের পক্ষ থেকে ২০০৭ সাল থেকে জেলার বিভিন্ন ফিশারিগুলিতে ধাপে ধাপে কয়েকশো অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়। তাঁদের ডেলি ওয়েজের ভিত্তিতে নিয়োগ করা হয়েছিল। সেই কর্মীরাই শুক্রবার বিক্ষোভ দেখেন। তাঁদের দাবি, গত কয়েক মাস ধরে বেতন পাচ্ছেন না। এমনকি আর কাজ থাকবে না বলে দফতরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এরই প্রতিবাদে বিক্ষোভ দেখানোর পাশাপাশি মৎস্য দফতরের আধিকারিকের কাছে তাঁরা ডেপুটেশনও দেন।
advertisement
advertisement
এতদিন কাজ করার পর হঠাৎ কর্মহীন হয়ে পড়লে তাঁদের সংসার চলবে না বলে ওই কর্মীরা জানান। বাড়িতে স্ত্রী-সন্তান থাকার কথা জানিয়ে তাঁরা মৎস্য দফতরের সহানুভূতি প্রার্থনা করেন। এদিকে শুক্রবারের বিক্ষোভে পুরুষ কর্মীদের পাশাপাশি অস্থায়ী মহিলা কর্মীরাও যোগ দিয়েছিলেন। এই বিক্ষোভের বিষয়ে মৎস্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি নিয়ে দফতর চিন্তাভাবনা করছে।
advertisement
সৈকত শী
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: হঠাৎ কাজে আসতে হবে না বলেছে মৎস্য দফতর, প্রতিবাদে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement