আরও পড়ুন: সমাজের জ্বলন্ত সমস্যা দূর করার বার্তা দিয়ে মঞ্চস্থ হল নাটক
মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে ফালাকাটার জটেশ্বর এলাকায়। পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে টোটো চালক ব্রজেন বর্মনের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার ফালাকাটাগামী একটি ডাম্পার ব্রজেন বর্মনের টোটোর পিছনে সজোরে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারিয়ে টোটো থেকে রাস্তায় ছিটকে পড়েন ওই ব্যক্তি। তখনই মাথার উপর দিয়ে চলে যায় ডাম্পারের চাকা।
advertisement
জাতীয় সড়কে এই পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে জটেশ্বর ফাঁড়ির পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। মৃত টোটো চালক জটেশ্বরের সাহা পাড়ার বাসিন্দা। এই দুর্ঘটনার পর এলাকাবাসীরা একত্রিত হয়ে বিক্ষোভ দেখান।ডাম্পারটি পালিয়ে যায়। রবি রায় নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, জাতীয় সড়কে কোনও নিয়ম না মেনেই চলে ডাম্পার। দ্রুতগতিতে ডাম্পারটি চলছিল।টোটোটি ঠিক মত চলছিল। চোখের সামনে দেখলাম মানুষটাকে পিষে দিল। এরপর তো রাস্তায় আর মানুষ চলতে পারবে না!
অনন্যা দে