গত বৃহস্পতিবার অবিরাম বৃষ্টির কারণে এলাকায় বন্যা পরিস্থিতির উদ্ভব হয়। মেচপাড়া পাকা লাইনের প্রায় ৫০ টি পরিবার জলবন্দী হয়ে পড়ে।পরবর্তীতে তাদের উদ্ধার করে বন্যাত্রাণ শিবিরে নিয়ে আসে প্রশাসন। কিন্তু জল কমলেও বাসিন্দাদের ঘররে ভেতরে কোমর সমান কাঁদা মাটি জমেছে। বাসিন্দারা সকলে সকাল থেকে রাত অবধি কাদামাটি পরিস্কার করছে।
আরও পড়ুন ঃ সাইকেল নিয়ে বক্সা জঙ্গলে! সব পর্যটকদের জন্য দারুণ খবর, এই অনুভূতি মিস করবেন না
advertisement
গত দু’দিন থেকে সকাল থেকে সন্ধ্যা তারা কাদামাটি পরিষ্কার করছে। বাসিন্দারা জানান এলাকায় পানীয় জলের তীব্র সঙ্কট রয়েছে। এছাড়া প্রত্যেকের ঘরের জিনিসপত্র নষ্ট হয়ে গিয়েছে এই কাঁদামাটির জন্য।প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই ঘর পরিস্কার শুরু করেছে এলাকাবাসীরা নিজেরাই।
Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
July 18, 2023 2:52 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: ফ্লাড সেন্টার থেকে ঘরে ফিরেই লেগে পড়লেন জলকাদা পরিষ্কারে