আরও পড়ুন: ফসল বাঁচাতে চাষিরা নিকাশি নালা বন্ধ করতেই নোংরা জলে ভেসে গেল রাস্তা
আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের প্রত্যন্ত এলাকা এই দেওগাঁও পঞ্চায়েতে। এখানে প্রায় তিরিশ হাজার মানুষের বাস। বিপুল জনসংখ্যা থাকা সত্ত্বেও উন্নয়নের কাজ ঠিক করে হয় না বলে বারবার অভিযোগ উঠেছে। তবে বর্তমানে দলমত নির্বিশেষে এলাকার সবচেয়ে বড় দাবি হিসেবে দেখা দিয়েছে জনস্বাস্থ্য কারিগরি দফতরের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল সরবরাহের বিষয়টি।
advertisement
গ্রামবাসীদের দাবি, পঞ্চায়েত এলাকার কোথাও একটিও পানীয় জলের প্রকল্প নেই। ফলে গ্রামবাসীদের বাধ্য হয়ে কুয়ো এবং নলকূপের জলের উপর ভরসা করতে হয়। আর্থিক সঙ্গতি যাদের আছে তাঁরা কেনা জল ব্যবহার করেন। এই প্রসঙ্গে দক্ষিণ দেওগাঁয়ের বাসিন্দা দ্বিজেন্দ্রলাল দেবনাথের অভিযোগ, অঞ্চলের বেশিভাগ এলাকার নলকূপের জলে মাত্রাতিরিক্ত আয়রন আছে। সে জল পানের যোগ্য নয়। এই অবস্থায় দ্রুত এলাকায় পরিশুদ্ধ পানীয় জলে সরবরাহের দাবি জোরালো হয়েছে। এই গ্রামে এমন বহু মানুষ আছেন যারা বাধ্য হয়ে নদী বা ঝোরার জল পান করেন।
অনন্যা দে