TRENDING:

Alipurduar News: এক মাসে চারজন! হাতির হানায় মৃত্যু মিছিল অব্যাহত

Last Updated:

গত এক মাসে হাতির থানায় মাদারিহাটের চারজনের মৃত্যু হয়েছে। এরপর থেকেই প্রবল আতঙ্কে ভুগতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: হাতির হানায় মৃত‍্যু মিছিল অব‍্যাহত মাদারিহাটে। একমাসের মধ‍্যে দাঁতালের আক্রমণে চারজনের মৃত্যু হয়েছে। তারপরেও জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে হাতির আক্রমণ বন্ধ হয়নি। গোটা ঘটনায় মারাত্মক আতঙ্কে ভুগছে এলাকার মানুষ। বিষয়টি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন বন দফতর‌ও।
advertisement

আরও পড়ুন: ৩০০ বিরল ভেষজ উদ্ভিদ নিয়ে বিশাল বাগান

গত ১২ অক্টোবর মাদারিহাটের উত্তর খয়েরবাড়িতে হাতির হানায় মৃত্যু হয় এলাকার বাসিন্দা কাঞ্ছা রাইয়ের। এরপর ১৮ অক্টোবর মাদারিহাটের মেঘনাদ সাহা নগরে হাতির হানায় মৃত্যু হয় স্থানীয় বাসিন্দা শ‍্যামদাস শর্মার। ফের ১ নভেম্বর খয়েরবাড়ির বাসিন্দা প্রেমনাথ ওরাঁওয়ের হাতির হানায় মৃত্যু হয়। পরেরদিন অর্থাৎ ২ নভেম্বর রাতে মধ‍্য খয়েরবাড়ির বাসিন্দা রাজেন বর্মণের মৃত্যু হয় হাতির হানায়।

advertisement

View More

লাগাতার হাতির হানায় মৃত্যুর ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। স্থানীয়রা জানান, নিয়মিত জঙ্গল থেকে বুনো হাতির দল এলাকায় প্রবেশ করছে। তারপর জমির ফসল নষ্ট করে দিচ্ছে। এছাড়াও ঘরবাড়ি ভেঙে দিচ্ছে। এমনকি সামনে কোন‌ও মানুষ পড়ে গেলে তাকে আক্রমণ‌ও করছে হাতি। বারবার হাতি হানা দিলেও বন দফতর এই বিষয়ে কোনও কার্যকরী পদক্ষেপ না করতে পারায় ক্ষুব্ধ স্থানীয়রা।

advertisement

এই বিষয়ে আলিপুরদুয়ার জেলা পরিষদের বন কর্মাধক্ষ‍ দীপ নারায়ণ সিনহা জানান, এক মাসে হাতির হানায় চারজনের মৃত্যু খুবই দুঃখজনক ঘটনা। এই বিষয়ে করণীয় কী তা জানতে বন দফতরের সঙ্গে আলোচনায় বসা হবে। তবে এইসব প্রতিশ্রুতি বা কথাবার্তায় ভয় দূর হয়নি এলাকাবাসীর। তাঁরা প্রশাসনের কাছে নিশ্ছিদ্র নিরাপত্তার আর্জি জানিয়েছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

অনন্যা দে

advertisement

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: এক মাসে চারজন! হাতির হানায় মৃত্যু মিছিল অব্যাহত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল