আরও পড়ুন: ৩০০ বিরল ভেষজ উদ্ভিদ নিয়ে বিশাল বাগান
গত ১২ অক্টোবর মাদারিহাটের উত্তর খয়েরবাড়িতে হাতির হানায় মৃত্যু হয় এলাকার বাসিন্দা কাঞ্ছা রাইয়ের। এরপর ১৮ অক্টোবর মাদারিহাটের মেঘনাদ সাহা নগরে হাতির হানায় মৃত্যু হয় স্থানীয় বাসিন্দা শ্যামদাস শর্মার। ফের ১ নভেম্বর খয়েরবাড়ির বাসিন্দা প্রেমনাথ ওরাঁওয়ের হাতির হানায় মৃত্যু হয়। পরেরদিন অর্থাৎ ২ নভেম্বর রাতে মধ্য খয়েরবাড়ির বাসিন্দা রাজেন বর্মণের মৃত্যু হয় হাতির হানায়।
advertisement
লাগাতার হাতির হানায় মৃত্যুর ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। স্থানীয়রা জানান, নিয়মিত জঙ্গল থেকে বুনো হাতির দল এলাকায় প্রবেশ করছে। তারপর জমির ফসল নষ্ট করে দিচ্ছে। এছাড়াও ঘরবাড়ি ভেঙে দিচ্ছে। এমনকি সামনে কোনও মানুষ পড়ে গেলে তাকে আক্রমণও করছে হাতি। বারবার হাতি হানা দিলেও বন দফতর এই বিষয়ে কোনও কার্যকরী পদক্ষেপ না করতে পারায় ক্ষুব্ধ স্থানীয়রা।
এই বিষয়ে আলিপুরদুয়ার জেলা পরিষদের বন কর্মাধক্ষ দীপ নারায়ণ সিনহা জানান, এক মাসে হাতির হানায় চারজনের মৃত্যু খুবই দুঃখজনক ঘটনা। এই বিষয়ে করণীয় কী তা জানতে বন দফতরের সঙ্গে আলোচনায় বসা হবে। তবে এইসব প্রতিশ্রুতি বা কথাবার্তায় ভয় দূর হয়নি এলাকাবাসীর। তাঁরা প্রশাসনের কাছে নিশ্ছিদ্র নিরাপত্তার আর্জি জানিয়েছেন।
অনন্যা দে