আরও পড়ুন: দিন গিয়েছে, তবু ঐতিহ্যের ডালি-কুলো আঁকড়ে বাঁচছে বৈশ্য পাড়া
চলতি বছর হাতির থানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উত্তরবঙ্গে। বহু মানুষের মৃত্যুও হয়েছে তাদের হানায়। বর্তমানে জঙ্গল সংলগ্ন গ্রামগুলিতে মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে হাতি। আগে মূলত রাতে অন্ধকারে দাপাদাপি শুরু করলেও এখন দিনের আলোতেও লোকালয়ে দাপিয়ে বেড়াচ্ছে দাঁতাল। আলিপুরদুয়ারের পশ্চিম শিমলাবাড়ি এলাকায় বৃহস্পতিবার সকাল থেকে ব্যাপক দাপাদাপি শুরু করে একটি বুনো হাতি। স্থানীয় সূত্রে খবর, চিলাপাতা জঙ্গল থেকে ওই হাতিটি বের হয়ে লোকালয়ে ঢুকে পড়েছে।
advertisement
এদিকে লোকালয়ে প্রবেশ করেই আক্রমণাত্মক হয়ে ওঠে সে। এক গ্রাম থেকে আরেক গ্রামে দাপিয়ে বেড়াতে থাকে। এলাকার অনেক সুপারি গাছ নষ্ট করে দেয়। আর তাতেই আতঙ্কিত হয়ে এলাকা ছাড়তে শুরু করেন গ্রামবাসীরা। যদিও পরে হাতিটি জঙ্গলে ঢুকে যায়। তবে অভিজ্ঞতা থেকে স্থানীয় মানুষের ধারণা, রাতেই আবার সে ফিরে আসতে পারে। এই অবস্থায় এলাকায় যতক্ষণ না বনকর্মীরা টহলদারি শুরু করছেন ততক্ষণ কেউ গ্রামে ফিরবেন না বলে ঠিক করেছেন।
অনন্যা দে