TRENDING:

Pregnant Woman: সদ্যোজাতর জন্ম দেওয়ার কিছুক্ষণের মধ্যে মারা গেলেন প্রসূতি, পেটের মধ্যে যা ছিল

Last Updated:

অস্ত্রোপচারের পর পেটে রয়ে গেল চিকিৎসকের গ্লাভস! শিশুকন্যার জন্ম দিয়ে মৃত্যু প্রসূতির

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: পেটে অসম্ভব ব‍্যথা।প্রাণ গেল এক প্রসূতির।রাতভর তুমুল উত্তেজনা ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনাস্থলে ফালাকাটা থানার পুলিশ মোতায়েন করা হয়। মৃতের নাম পূর্ণিমা বর্মন। তাঁর বয়স ৩০ বছর। বাড়ি ফালাকাটা ব্লকের জটেশ্বরের হেদায়াত নগরে।
হাসপাতাল সূত্রে জানা যায় প্রসূতি মহিলার অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসক রিমঝিম গুপ্ত।
হাসপাতাল সূত্রে জানা যায় প্রসূতি মহিলার অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসক রিমঝিম গুপ্ত।
advertisement

মৃতার স্বামী পরিতোষ রায় বলেন, ১৪ তারিখ ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয় তার স্ত্রীকে প্রসব বেদনা উঠলে। এরপর ১৫ তারিখ দুপুরে তার অস্ত্রোপচার করা হয়। সেখানে একটি শিশু কন‍্যার জন্ম দেন তিনি। এরপরে কিছুক্ষণ সুস্থ ছিলেন মা ও শিশু। সন্ধ‍্যের পর থেকে প্রসূতির শরীর অসুস্থ হওয়া শুরু হয়।তাকে নিয়ে যাওয়া হয় কোচবিহারে।সেখানে মৃত‍্যু হয় প্রসূতির।

advertisement

আরও পড়ুন –  Purba Bardhaman News: শ্যালক-ভগ্নীপতি লড়াই করেছিলেন পঞ্চায়েত ভোটে, হেরে গিয়েও চায়ের পার্টনার শালা বাবুই

হাসপাতাল সূত্রে জানা যায় প্রসূতি মহিলার অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসক রিমঝিম গুপ্ত। রবিবার কোচবিহারে সেই মহিলার ময়না তদন্ত করা হয়। জানা যায় তার পেটের ভিতরে একটি গ্লাভস রয়ে গিয়েছিল। যার ফলে ভেতরে রক্তক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয়েছে। মৃতার আত্মীয়া জয়া বর্মন বলেন, “ডাক্তারের নার্সিংহোমে যাওয়ার তাড়া ছিল। সেই কারণে পেটের ভেতরে গ্লাভস ঢুকিয়ে সেলাই করে দিয়ে যায়। যার ফলে আমার পিসির মৃত্যু হয়েছে, আমরা এই ডাক্তারের কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি।”

advertisement

ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার শুভাশিস সি বলেন, “অভিযোগ পাওয়া মাত্রই অভিযুক্ত চিকিৎসককে ক্লোজ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই জানা যাবে মৃত্যুর আসল কারণ, এরপর দোষী সাব্যস্ত হলে তিন দিনের মধ্যে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সেরা ভিডিও

আরও দেখুন
মাটির রঙিন খেলনায় ছেয়ে গিয়েছে বাজার, চাহিদা তুঙ্গে! দাম কত জানেন?
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Pregnant Woman: সদ্যোজাতর জন্ম দেওয়ার কিছুক্ষণের মধ্যে মারা গেলেন প্রসূতি, পেটের মধ্যে যা ছিল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল