মৃতার স্বামী পরিতোষ রায় বলেন, ১৪ তারিখ ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয় তার স্ত্রীকে প্রসব বেদনা উঠলে। এরপর ১৫ তারিখ দুপুরে তার অস্ত্রোপচার করা হয়। সেখানে একটি শিশু কন্যার জন্ম দেন তিনি। এরপরে কিছুক্ষণ সুস্থ ছিলেন মা ও শিশু। সন্ধ্যের পর থেকে প্রসূতির শরীর অসুস্থ হওয়া শুরু হয়।তাকে নিয়ে যাওয়া হয় কোচবিহারে।সেখানে মৃত্যু হয় প্রসূতির।
advertisement
আরও পড়ুন – Purba Bardhaman News: শ্যালক-ভগ্নীপতি লড়াই করেছিলেন পঞ্চায়েত ভোটে, হেরে গিয়েও চায়ের পার্টনার শালা বাবুই
হাসপাতাল সূত্রে জানা যায় প্রসূতি মহিলার অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসক রিমঝিম গুপ্ত। রবিবার কোচবিহারে সেই মহিলার ময়না তদন্ত করা হয়। জানা যায় তার পেটের ভিতরে একটি গ্লাভস রয়ে গিয়েছিল। যার ফলে ভেতরে রক্তক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয়েছে। মৃতার আত্মীয়া জয়া বর্মন বলেন, “ডাক্তারের নার্সিংহোমে যাওয়ার তাড়া ছিল। সেই কারণে পেটের ভেতরে গ্লাভস ঢুকিয়ে সেলাই করে দিয়ে যায়। যার ফলে আমার পিসির মৃত্যু হয়েছে, আমরা এই ডাক্তারের কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি।”
ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার শুভাশিস সি বলেন, “অভিযোগ পাওয়া মাত্রই অভিযুক্ত চিকিৎসককে ক্লোজ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই জানা যাবে মৃত্যুর আসল কারণ, এরপর দোষী সাব্যস্ত হলে তিন দিনের মধ্যে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Annanya Dey