আরও পড়ুন: মোহন-ইস্ট লড়াইয়ের উত্তাপ বাড়িয়ে দিল ওষুধ ব্যবসায়ীর ডার্বি গান, শুনুন…
সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে গোপন খবর পেয়ে অভিযান চালায় ফালাকাটা থানার পুলিশ। ফালাকাটার সুভাষপল্লি কুঞ্জনগর রোডে চার যুবক ডাকাতি ও গাড়ি ছিনতাইয়ের উদ্দেশ্যে একত্রিত হয়েছে বলে খবর ছিল। এদিকে পুলিশকে আসতে দেখে পালিয়ে যায় এক যুবক। তবে সুরজিত বর্মণ, জগন্নাথ বর্মণ ও দীপক বর্মণ নামে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে দুটি খেলনা পিস্তল, গাড়ি আটকানোর পেরেক লাগানো কাঠের তক্তা উদ্ধার হয়েছে।
advertisement
জেরায় পুলিশ জানতে পেরেছে, রাস্তায় গাড়ি আটকানোর জন্যে পেরেক লাগানো কাঠের তক্তা পেতে রাখা হয়েছিল। ওই তক্তার উপর দিয়ে কোনও গাড়ি গেলেই তার টায়ার পাংচার হয়ে যাবে। আর তখনই ওই চার দুষ্কৃতী হাজির হয়ে গাড়ির যাত্রীদের সব কিছু লুঠ করে নেবে। পুলিশে তৎপরতায় শেষ পর্যন্ত এই ছিনতাইকারীদের দল ধরা পড়ায় হাঁফ ছেড়ে বেঁচেছে এলাকার মানুষ।
অনন্যা দে