লোসার উৎসব হল বৌদ্ধ সম্প্রদায়ভুক্ত ডুকপা জনজাতির নববর্ষের উৎসব। প্রতিবছর নির্দিষ্ট তিথি দেখে প্রায় দেড় মাস ধরে তিন পর্যায়ে এই উৎসব হয়।বর্তমানে লেপচাখায় এই উৎসব চলছে। সব শেষে তাশিগাঁওতে তৃতীয় পর্যায়ের লোসার উৎসব অনুষ্ঠিত হবে। এই উৎসব উপলক্ষ্যে নাচ, গান, পুজো, ডুকপাদের সাংস্কৃতিক উৎসব এবং তিরন্দাজি প্রতিযোগিতা আয়োজিত হয় পাহাড়ে। নতুন বছরকে এভাবেই স্বাগত জানায় বক্সা পাহাড়ের ডুকপা জনজাতি।
advertisement
আরও পড়ুন: পাম্প থাকতেও টিউবয়েলের অপরিশুদ্ধ জল খাচ্ছে ছাত্ররা! তা দিয়েই হচ্ছে মিড ডে মিলের রান্না
লোসার উৎসবে পাহাড়ে বসবাস করা ডুকপারা নিজেদের তৈরি করা খাবার দিয়ে অতিথি আপ্যায়ন করেন। তাঁদের খাবারের মধ্যে থাকে লঙ্কা আর মাখনের ঘোল জাতীয় ইমাদাচি, আলু, মাখন দিয়ে তৈরি কেওয়াদাচি। পাহাড়ের ডুকপা জনজাতির সকলে নিজেদের বাড়ি থেকে রান্না করে এনে একসঙ্গে বসে খায়। খাওয়া দাওয়ার পাশপাশি তিরন্দাজি কেন্দ্র করেই হয় মূল উৎসবটা।
অনন্যা দে