এই ঘটনা আর মেনে নিতে পারছেন না তারা। এদিন রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভের সুর শোনা যায় গ্রামবাসীদের কন্ঠে। পাটকাপাড়া আলিপুরদুয়ার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন। সন্ধ্যে হয়ে গেলেও বিক্ষোভ ও পথ অবরোধ চলছে। ঘটনাস্থলে আলিপুরদুয়ার থানার পুলিশ। নিজেদের প্রাপ্য রেশন কবে এবং কখন দেওয়া হবে?প্রশ্ন তুলছেন গ্রাহকরা। যতক্ষণ না পর্যন্ত তারা উত্তর পাচ্ছেন ততক্ষণ চলবে পথ অবরোধ বলে জানা যায়।
advertisement
আরও পড়ুনঃ চা বলয়ের শিশু-কিশোরদের সুরক্ষা নিয়ে কালচিনিতে আলোচনা সভা
বনচুকামারীর বাসিন্দাদের অভিযোগ গত দুমাস ধরে এই সমস্যার মুখোমুখি হচ্ছেন তারা। রেশন তুলতে এলে আঙুলের ছাপ নিয়ে সব প্রক্রিয়া সম্পন্ন হলেও। থেকে যায় খামতি। স্লিপের মধ্যে রেশন সামগ্রী সঠিক পরিমাপ দেওয়া থাকলেও। পরবর্তীতে যা মেলে তাতে সঠিক পরিমাণ দেওয়া থাকে না। আবার অনেক সময় গ্রামবাসীদের রেশন ডিলার বলে দেন পনেরো দিন পর রেশন সামগ্রী নিতে। কিন্তু তারপরেও মেলেনি রেশন সামগ্রী।যা নিয়ে ক্ষোভ জমেছিল তাদের মনে।
Annanya Dey