আরও পড়ুন: বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে BSF-র বর্ণাঢ্য সাইকেল র্যালি
আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত এলাকা টিকলনা চা বাগানের জটু লাইন। এখানে পাকা রাস্তা তৈরির দাবি দীর্ঘদিনের। সম্প্রতি পথশ্রী প্রকল্পে সড়ক নির্মাণের কাজ শুরুও হয়। কালচিনির জটু লাইন থেকে গোদাম লাইন পর্যন্ত ২৩০০ মিটার পাকা রাস্তা তৈরি হওয়ার কথা। গত ১৪ মার্চ এই কাজ শুরু হয়েছিল। কিন্তু কাজ চলাকালীন দলসিংপাড়া চা বাগান কর্তৃপক্ষ বাধা দেয়। ফলে রাস্তা তৈরির কাজ বন্ধ হয়ে যায়। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকার মানুষ বিক্ষোভ দেখান।
advertisement
এরপর বিষয়টি নিয়ে সক্রিয় হয় প্রশাসন। কালচিনির বিডিও দলসিংপাড়া চা বাগানে গিয়ে রাস্তা তৈরিতে বাধা দেওয়ার কারণ জানতে চান। কিন্তু বাগান কর্তৃপক্ষ কোনও উপযুক্ত কারণ দেখাতে না পারায় প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, পথশ্রী প্রকল্পে যেমন রাস্তা তৈরি হচ্ছিল তেমনই হবে। কোনরকম বাধা মানা হবে না। এরপরই আনন্দে ফেটে পড়ে জটু লাইনের চা শ্রমিকরা। ইতিমধ্যেই আবার রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। এই প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত সদস্য রিতেশ মিঞ্জ বলেন, কাজ আবার শুরু হয়েছে দেখে ভালো লাগছে। আমরা চাই এলাকার উন্নয়ন হোক। দলসিংপাড়া চা বাগান বাধা দিলেও এই রাস্তা তৈরির কাজ শেষ পর্যন্ত সম্পূর্ণ হবে বলে তিনি জানান।
অনন্যা দে