Dakshin Dinajpur News: বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে BSF-র বর্ণাঢ্য সাইকেল র্যালি
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
বালুরঘাট শহর লাগোয়া ডাঙ্গি বিএসএফ ক্যাম্প থেকে এই সাইকেল র্যালি শুরু হয়। এরপর তা বালুরঘাট শহর পরিক্রমা করে ডাঙ্গি ক্যাম্পে ফিরে গিয়ে শেষ হয়।
দক্ষিণ দিনাজপুর: বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে বর্ণাঢ্য সাইকেল র্যালি বিএসএফ-এর। বৃহস্পতিবার সীমান্ত রক্ষী বাহিনীর ১৩৭ নম্বর ব্যাটেলিয়নের উদ্যোগে বালুরঘাটে এই বিশেষ কর্মসূচি পালিত হয়।
বালুরঘাট শহর লাগোয়া ডাঙ্গি বিএসএফ ক্যাম্প থেকে এই সাইকেল র্যালি শুরু হয়। এরপর তা বালুরঘাট শহর পরিক্রমা করে ডাঙ্গি ক্যাম্পে ফিরে গিয়ে শেষ হয়। এই র্যালির মধ্যে দিয়ে বিএসএফের পক্ষ থেকে পরিবেশ নিয়ে সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হয়।
advertisement
advertisement
উল্লেখ্য, প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। জনস্বাস্থ্য এবং পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষার লক্ষ্যে সপ্তাহব্যাপী নানান কর্মসূচি নিয়েছে বিএসএফ। তাদের লক্ষ্য বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে মানুষের মধ্যে পরিবেশ দূষণ ও পরিবেশকে রক্ষা করার বিষয়ে সচেতনতা গড়ে তোলা। দিনের পর দিন যেভাবে পরিবেশ দূষণ বৃদ্ধি পাচ্ছে তাতে সকলে এগিয়ে না এলে ভবিষ্যৎ অন্ধকার, এমনই বার্তা দেওয়া হচ্ছে এই কর্মসূচির মাধ্যমে। আর তাই সব জায়গায় জ্বালানি চালিত যানবাহনে করে যাতায়াতের পরিবর্তে পরিবেশবান্ধব সাইকেলে করে চলাচল করায় উৎসাহ দেন বিএসএফ জওয়ানরা।
advertisement
সুস্মিতা গোস্বামী
Location :
Kolkata,West Bengal
First Published :
June 01, 2023 4:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে BSF-র বর্ণাঢ্য সাইকেল র্যালি