আলিপুরদুয়ার জেলার অসম-বাংলা সীমান্তবর্তী পাকড়িগুড়িতে এই কাঠ পাচারকারী ধরা পড়ে। এই এলাকায় বেশিরভাগ সময় নাকা চেকিং চলে। নির্দিষ্ট খবরের ভিত্তিতে শুক্রবার রাত থেকে এখানে নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ ও বনকর্মীদের যৌথ বাহিনী।শেষ পর্যন্ত শনিবার ভোরে একটি গাড়িটি দেখে সন্দেহ হয়। গাড়িটি থামিয়ে তল্লাশি চালাতে গিয়ে দেখা যায় তাতে দরজা, জানালা সহ কাঠের বেশকিছু ফ্রেম আছে। প্রায় ৩৪ সিএফটি কাঠ উদ্ধার করে বন দফতর। যা গোটাটাই বেআইনি।
advertisement
আরও পড়ুন: স্কুলে রান্নাঘর থাকা সত্ত্বেও মিড ডে মিল তৈরি হয় অন্যত্র
বন দফতর ও পুলিশ জানিয়েছে বেআইনি কাঠ থেকে আসবাবপত্র বানিয়ে তা গুজরাটে পাচার করার চেষ্টা হচ্ছিল। এই ঘটনায় গাড়ির চালক সহ একজনকে গ্রেফতার করা হয়। গাড়িটির মালিকের খোঁজ চলছে। বন দফতরের অনুমান পাচারকারীরা নিত্যনতুন কৌশলে তাদের কারবার বজায় রাখার চেষ্টা করছে। এই ঘটনায় আরও অনেকে জড়িত থাকতে পারে বলে প্রশাসনের পক্ষ থেকে সংশয় প্রকাশ করা হয়েছে।
অনন্যা দে