তোর্সা চা বাগানের ভিতরের এই রাস্তাটি অতীতে ছিল। কিন্তু দীর্ঘদিনের অবহেলার জেরে সেটি সম্পূর্ণভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ফলে এতদিন ভুলন চৌপথি হয়ে ঘুর পথে যেতে হচ্ছিল জয়গাঁ। এর ফলে ব্যাপক যানজট তৈরি হচ্ছিল এলাকায়। মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটছিল। আর তাই তোর্সা চা বাগানের ভিতর দিয়ে যাওয়া রাস্তাটি পুনরায় যান চলাচলের যোগ্য করে তোলার দাবি উঠতে শুরু করে। সেই দাবিতে কান দিয়ে এবার প্রশাসন রাস্তাটি মেরামতির কাজ শুরু করেছে।
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তোর্সা চা বাগানের ভিতর দিয়ে রাস্তা তৈরির কাজ শেষ হলে জয়গাঁয় মাত্র পনেরো মিনিটে পৌঁছনো যাবে। এর ফলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটক ও ব্যবসায়ীদের অনেকটাই সুবিধা হবে। প্রশাসনের এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা।
advertisement
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 04, 2023 10:52 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: এবার মাত্র ১৫ মিনিটেই পৌঁছে যাওয়া যাবে ভুটান সীমান্তবর্তী জয়গাঁয়





