TRENDING:

Teddy Day: ছোট্ট টেডি উপহার দিয়ে ভালবাসার মানুষকে জানান প্রতিকী আদর

Last Updated:

টেডি ডে-তে ছোট্ট একটা উপহার দিয়ে ভালোবাসার মানুষকে জানান প্রতিকী আদর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: ভ্যালেন্টাইন উইক চলছে। মানে ভালোবাসার সপ্তাহ। গত ৭ ফেব্রুয়ারি রোজ ডে দিয়ে শুরু হয়েছে, চলবে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পর্যন্ত। তার মাঝে আজ অর্থাৎ ১০ ফেব্রুয়ারি হল টেডি-ডে। এই দিনটায় ভালোবাসার মানুষকে টেডি বিয়ার উপহার দিয়ে দিনটি স্মরণীয় করে রাখার চেষ্টা করেন অনেকেই। তবে এখন আর বিষয়টা অনেকের মধ্যে নেই, বরং যারাই প্রেমের স্রোতে গা ভাসিয়েছেন সকলেই বলতে গেলে ঘটা করে এই ভালোবাসা সপ্তাহ পালন করেন। আর টেডি ডে-তে তারই অংশ হিসেবে প্রিয়জনকে নাদুস নুদুস টেডি বিয়ার উপহার দেওয়াটা তার একটা আবশ্যিক অংশে পরিণত হয়েছে।
advertisement

শুধুমাত্র শহর কলকাতা বা তার আশেপাশের এলাকা নয়, রাজ্যের প্রত্যন্ত জেলা আলিপুরদুয়ারের বিভিন্ন প্রান্তেও ঘটা করে শুক্রবার পালিত হচ্ছে টেডি ডে। বলতে গেলে বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ‍্যে জায়গা করে নিয়েছে এই দিনগুলো। এরফলে লক্ষ্মীলাভ হচ্ছে গিফট দোকানের ব্যবসায়ীদের।

আরও পড়ুন: দিঘা আর্ট ফেস্টিভ্যাল ঘিরে সেজে উঠেছে সৈকত নগরী

advertisement

জেলার উপহারের দোকানগুলিতে গেলে দেখা যাচ্ছে থরে থরে টেডি বিয়ার সাজানো আছে। আড়াইশো থেকে দশ হাজার টাকা পর্যন্ত দামের টেডি বিয়ার আছে। তবে আড়াইশো থেকে পাঁচশো টাকার ভিতর দাম থাকা টেডি বিয়ার বেশি করে বিক্রি হচ্ছে। টেডি বিয়ারের পাশাপাশি আছে বিভিন্ন মাপের হার্ট পিলোর কালেকশন। এগুলির‌ও ভালো চাহিদা আছে বলে জানিয়েছেন দোকানদাররা। এই ভালোবাসা সপ্তাহ প্রসঙ্গে ব্যবসায়ীরা জানান, "ভালবাসা প্রকাশের অন‍্যতম উপহার টেডি বিয়ার। দেখা যায় এই দিনটায় পছন্দের মানুষের হাত ধরে দোকানে নিয়ে আসেন সবাই। তারপর পছন্দমত টেডি বিয়ার কিনে দোকানেই উপহার দেন। দেখেও ভাল লাগে।"

advertisement

View More

তবে এই টেডি ডে- সঙ্গে ইতিহাসের একটি ঘটনা জড়িয়ে আছে। আমেরিকার প্রেসিডেন্ট থিয়োডর টেডি রুজভেল্টের সময় থেকে এই টেডি দিবসের প্রচলন। সেই থেকেই ভল্লুকের আদুরে চেহারাকে পুতুলের রূপ দেওয়ার রীতি চলে আসছে। যা দেখলেই আদর করতে ইচ্ছে করে। আজকের দিনে ছোট্ট একখানি টেডি উপহার দিয়ে আপনিও প্রিয়জনকে প্রতীকী আদর পাঠাতে পারেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইতিহাসের শহরে বিষ্ণুপুর কালীবাড়ির পুজো! মুর্শিদাবাদের এই দেবীকে ঘিরে রয়েছে বহু কাহিনী
আরও দেখুন

অনন্যা দে

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Teddy Day: ছোট্ট টেডি উপহার দিয়ে ভালবাসার মানুষকে জানান প্রতিকী আদর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল