দিঘা: সৈকত নগরী দিঘায় শুরু হয়েছে আন্তর্জাতিক আর্ট ফেস্টিভ্যাল। দেশ-বিদেশের শিল্পীদের কাজ নিয়ে সেজে উঠেছে 'দিঘা আর্ট ফেস্টিভ্যাল ২০২৩'। এই আর্ট ফেস্টিভ্যাল উপলক্ষে ওল্ড দিঘার জগন্নাথ ঘাটে দেশ-বিদেশের শিল্পীরা সমবেত হয়েছেন, দেখে মনে হতে পারে এ যেন চাঁদের হাট। বিএম ফাইন আর্ট অ্যান্ড কালচারের আয়োজনে এই আর্ট ফেস্টিভ্যাল হচ্ছে। অঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে এই আর্ট ফেস্টিভ্যাল শুরু হয়। আনুষ্ঠানিক উদ্বোধন করেন গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট কলকাতার প্রাক্তনী নিরঞ্জন প্রধান। দেশ-বিদেশ থেকে ১০০ জন প্রতিযোগী এই আর্ট ফেস্টিভ্যালে অংশ নিয়েছেন।
শীতের সৈকত নগরীতে আর্ট উৎসবকে ঘিরে পর্যটক থেকে সাধারণ মানুষ, প্রত্যেকের উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। দিঘা ঘোরার সঙ্গে সঙ্গে পর্যটকরা উপভোগ করছেন এই ঐতিহ্যবাহি আর্ট ফেস্টিভ্যাল। দেশ বিশেষের নানান শিল্পীরা তাঁদের বিভিন্ন ছবি, স্কাল্পচারের মাধ্যমে নিজেদের কাজ তুলে ধরছেন। দিঘার কেন্দ্রবিন্দু জগন্নাথ ঘাটে ৩ দিন ধরে চলছে এই উৎসব। এই আর্ট ফেস্টিভ্যাল উপলক্ষে সেজে উঠেছে দিঘা।
আরও পড়ুন: বাংলার প্যাডম্যানের কাহিনী ধরা পড়ল দুই মলাটে, প্রকাশিত হল কলকাতা বইমেলায়
এই আর্ট ফেস্টিভ্যালের আয়োজনে যথেষ্ট খুশি শিল্পীরা। আয়োজক সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন সুব্রত মান্না, বিষ্ণু মাইতি প্রমুখ। সমুদ্রের ঢেউ, মেরিন ড্রাইভ, রোপওয়ে ও ঝাউ বনের শোভার মধ্যে চলছে আর্ট ফেস্টিভ্যাল। আর তা দেখতে নেমেছে পর্যটকের ঢল। এই উপলক্ষে দিঘায় আসা বাংলাদেশের শিল্পী মেহেদি হাসান জানান, এর আগেও বিভিন্ন আর্ট ফেস্টিভালে তিনি গিয়েছেন। কিন্তু এরকম প্রাকৃতিক শোভার মধ্যে আর্ট ফেস্টিভ্যালের আয়োজন এর আগে কোথাও দেখেননি।
সৈকত শী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।