সোমবার রাত থেকেই আলিপুরদুয়ারের রায়মাটাং চা বাগানে আন্দোলন শুরু করেন শ্রমিকরা। মঙ্গলবার সকালে কাজে যোগ না দিয়ে চা বাগানের কারখানা ও বাগান কতৃপক্ষের বাংলো ঘেরাও করে বিক্ষোভ দেখান। শ্রমিকদের অভিযোগ, ২৮ দিন ধরে বেতন বকেয়া রেখেছে বাগান কর্তৃপক্ষ। বারবার সময় দিয়েও তা পূরণ করতে পারছে না। বেতন চাইলে খালি আজ দেব, কাল দেব করে গড়িমসি করছে।
advertisement
আরও পড়ুন: বাদুড়িয়ার নামকরা মিষ্টি ব্যবসায়ীর মৃত্যু ঘিরে রহস্য
শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে রায়মাটাং চা বাগানে উত্তেজনা ছড়ায়। বাগানের ম্যানেজারের বাংলো ঘেরাও করে বিক্ষোভ দেখান ক্ষুদ্ধ শ্রমিকরা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসে হাজির হয় পুলিশ। ক্ষুদ্ধ শ্রমিকদের দাবি, গত ২৮ দিনের বেতন বাকি ফেলে রাখায় তাঁরা সংসার চালাতে পারছেন না। বেতন না পেলে আন্দোলন তুলবেন না বলেও জানিয়ে দেন শ্রমিকরা।
অনন্যা দে