একটু অন্যধরনের জিনিসের চাহিদা সবসময় বেশি দেখা যায় ক্রেতাদের মধ্যে। আর তাই গুজরাতি স্টিচের তৈরি ব্যাগ দেখে মুখ ফিরিয়ে থাকতে পারছেন না আলিপুরদুয়ারের মহিলারা। সাধ্যের মধ্যে দাম পেয়ে আরও জনপ্রিয় হয়েছে গুজরাতের এই ব্যাগ। শুধু হ্যাংগিং ব্যাগ নয়, ছোট থেকে মাঝারি মাপের পার্সও পাওয়া যাচ্ছে দোকানটিতে।
শুধু গুজরাতি স্টিচ করা থাকলে ব্যাগটি দেখতে কম আকর্ষণীয় লাগতে পারে। আর তাই জড়ি, চুমকি বসিয়ে ব্যাগগুলিকে সুসজ্জিত করেছেন নীলম আলুওয়ালিয়া। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন কাটের ব্যাগ। ব্যাগের হাতল আবার বড় পুঁতি সাজিয়ে তৈরি করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: মকর সংক্রান্তি যেতেই গ্রামের আকাশে আকাশে উড়ছে ঘুড়ি, শুরু হয়েছে প্রতিযোগিতা
তাঁর দোকানের ব্যাগের এই বিপুল চাহিদা নিয়ে নীলম আগরওয়াল বলেন, "শীতের সময় আলিপুরদুয়ারে তিনি চলে আসেন। পনেরো বছর ধরে এই শহরে ব্যবসা করছেন। ফলে ক্রেতাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠেছে। তাই এই শহরের ক্রেতারা কেমন ব্যাগ পছন্দ করেন তা তিনি জানেন।"
দেখা গিয়েছে হালকা রঙের কাপড়ের তৈরি ব্যাগে বিভিন্ন রঙের সুতোর কাজ করা থাকে। যে ব্যাগের কাপড় অপেক্ষাকৃত গাঢ় রঙের সেগুলিতে একটি রঙের সুতোর কাজ ব্যবহৃত হয়েছে। এই গাঢ় রঙের ব্যগগুলিতে থাকছে জরি, চুমকির আধিক্য। ২০০ টাকা থেকে শুরু করে সাড়ে ৩৫০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে ব্যাগগুলো। যা দেখে খুশি ক্রেতারাও।
অনন্যা দে