মধু চা বাগানের শ্রমিকদের সাড়ে তিনমাস বাগান কর্তৃপক্ষ পুরনো ২০২ টাকা দৈনিক পারিশ্রমিক প্রদান করেছে।বাগান কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল সাড়ে তিনমাসের বর্ধিত টাকা এরিয়ার হিসেবে পুজোর পূর্বে দেওয়া হবে। কিন্তু মেলেনি সেই টাকা। শ্রমিকদের দাবি সাড়ে তিনমাস এরিয়ায় টাকা কালি পুজোর পূর্বে প্রদান করতে হবে। এই দাবিতে শুক্রবার বাগানের শ্রমিকরা আন্দোলনে সামিল হন। অবশেষে পরবর্তীতে এই অবস্থান বাগান কর্তৃপক্ষের আশ্বাসে শ্রমিকরা তুলে দেয় এবং কাজে যোগ দেন তারা।
advertisement
আরও পড়ুনঃ কালচিনি ব্লকে শুরু পাবলিক হেলথ ইউনিটের কাজ
দীর্ঘ ৭ বছর বন্ধ থাকার পর শেষ অবধি খুলে গেল আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বন্ধ মধু চা বাগান। শিলিগুড়িতে শ্রমদপ্তরের অফিসে ম্যারাথন বৈঠক চলেছিল এই বিষয়ে। শেষ পর্যন্ত বাগানের সব ক'টি শ্রমিক সংগঠনের নেতাদের উপস্থিতিতে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে গত২৭ ডিসেম্বর থেকে পুরোপুরি চালু হয়ে যায় মধু বাগান।সাত বছর পর বাগান খুলে যাওয়ায় মুখে হাসি ফুটেছিল শ্রমিকদের। তবে তারপর থেকে প্রতিদিনই বাগানে লেগে রয়েছে একের পর এক সমস্যা।
আরও পড়ুনঃ করোনা পরবর্তীকালে হ্যামিল্টনগঞ্জের কালীপুজো নিয়ে বৈঠক
পুজোর বোনাস কম মেলায় মধু বাগানে বিক্ষোভে সামিল হয়েছিল শ্রমিকরা। রাজ্য সরকারের তরফে ত্রিশ টাকা দৈনিক বেতন বাড়ানো হয়েছে।কিন্তু এখনও বর্ধিত বেতন থেকে বঞ্চিত শ্রমিকরা।তাদের বলা হয়েছিল পুজোর সময় থেকে বর্ধিত বেতন দেওয়া হবে।অন্যান্য বাগানের শ্রমিকরা এই সুবিধা পাচ্ছেন।তারা কেন বঞ্চিত প্রশ্ন তুলেছেন তারা।
Annanya Dey