TRENDING:

Alipurduar News: বর্ধিত পারিশ্রমিক প্রদানের দাবিতে বিক্ষোভ মধু চা বাগানে

Last Updated:

বর্ধিত পারিশ্রমিক প্রদানের দাবিতে শুক্রবার সকালে কাজে যোগদান না দিয়ে আন্দোলনে সামিল হল ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার মধু চা বাগানের শ্রমিকরা।ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার : বর্ধিত পারিশ্রমিক প্রদানের দাবিতে শুক্রবার সকালে কাজে যোগদান না দিয়ে আন্দোলনে সামিল হল ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার মধু চা বাগানের শ্রমিকরা। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। শুক্রবার সকাল থেকে মধু চা বাগানের শ্রমিকরা বাগানের ফ‍্যাক্টরি সামনে ধর্ণা অবস্থানে সামিল হন। বাগানের শ্রমিকরা জানান, রাজ‍্য সরকার শ্রমিকদের বেতন ৩০ টাকা বৃদ্ধি করেছে। দৈনিক পারিশ্রমিক ২০২ টাকা থেকে ২৩২ টাকা করেছে।
advertisement

মধু চা বাগানের শ্রমিকদের সাড়ে তিনমাস বাগান কর্তৃপক্ষ পুরনো ২০২ টাকা দৈনিক পারিশ্রমিক প্রদান করেছে।বাগান কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল সাড়ে তিনমাসের বর্ধিত টাকা এরিয়ার হিসেবে পুজোর পূর্বে দেওয়া হবে। কিন্তু মেলেনি সেই টাকা। শ্রমিকদের দাবি সাড়ে তিনমাস এরিয়ায় টাকা কালি পুজোর পূর্বে প্রদান করতে হবে। এই দাবিতে শুক্রবার বাগানের শ্রমিকরা আন্দোলনে সামিল হন। অবশেষে পরবর্তীতে এই অবস্থান বাগান কর্তৃপক্ষের আশ্বাসে শ্রমিকরা তুলে দেয় এবং কাজে যোগ দেন তারা।

advertisement

আরও পড়ুনঃ কালচিনি ব্লকে শুরু পাবলিক হেলথ ইউনিটের কাজ

দীর্ঘ বছর বন্ধ থাকার পর শেষ অবধি খুলে গেল আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বন্ধ মধু চা বাগান। শিলিগুড়িতে শ্রমদপ্তরের অফিসে ম্যারাথন বৈঠক চলেছিল এই বিষয়ে। শেষ পর্যন্ত বাগানের সব 'টি শ্রমিক সংগঠনের নেতাদের উপস্থিতিতে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে গত২৭ ডিসেম্বর থেকে পুরোপুরি চালু হয়ে যায় মধু বাগান।সাত বছর পর বাগান খুলে যাওয়ায় মুখে হাসি ফুটেছিল শ্রমিকদের। তবে তারপর থেকে প্রতিদিনই বাগানে লেগে রয়েছে একের পর এক সমস্যা।

advertisement

View More

আরও পড়ুনঃ করোনা পরবর্তীকালে হ্যামিল্টনগঞ্জের কালীপুজো নিয়ে বৈঠক

 

 

পুজোর বোনাস কম মেলায় মধু বাগানে বিক্ষোভে সামিল হয়েছিল শ্রমিকরা। রাজ্য সরকারের তরফে ত্রিশ টাকা দৈনিক বেতন বাড়ানো হয়েছে।কিন্তু এখনও বর্ধিত বেতন থেকে বঞ্চিত শ্রমিকরা।তাদের বলা হয়েছিল পুজোর সময় থেকে বর্ধিত বেতন দেওয়া হবে।অন্যান্য বাগানের শ্রমিকরা এই সুবিধা পাচ্ছেন।তারা কেন বঞ্চিত প্রশ্ন তুলেছেন তারা।

advertisement

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: বর্ধিত পারিশ্রমিক প্রদানের দাবিতে বিক্ষোভ মধু চা বাগানে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল