Alipurduar News: কালচিনি ব্লকে শুরু পাবলিক হেলথ ইউনিটের কাজ
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
আলিপুরদুয়ার জেলার মধ্যে প্রথম পাবলিক হেলথ ইউনিটের আলাদা ভবন তৈরির কাজ শুরু হয়েছে কালচিনিতে। এই কাজ চলছে দ্রুততার সঙ্গে। কালচিনি ব্লকের উত্তর লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে শুরু হয়েছে এই কাজ।
#আলিপুরদুয়ার : আলিপুরদুয়ার জেলার মধ্যে প্রথম পাবলিক হেলথ ইউনিটের আলাদা ভবন তৈরির কাজ শুরু হয়েছে কালচিনিতে। এই কাজ চলছে দ্রুততার সঙ্গে। কালচিনি ব্লকের উত্তর লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে শুরু হয়েছে এই কাজ। আলিপুরদুয়ার জেলা প্রশাসনের উদ্যোগে চলছে এই কাজ। জেলা পরিষদের পক্ষ থেকে কাজটি করানো হচ্ছে। কালচিনি ব্লকের স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুভাষ কর্মকার জানান, "পতঙ্গবাহিত রোগ নির্ণয়ের জন্য এই ইউনিট খোলা হচ্ছে।
advertisement
কালচিনি ব্লকে পতঙ্গবাহিত রোগের প্রভাব বেশি দেখা যায়। পরিস্থিতি যাতে বেসামাল না হয়ে যায় তার জন্য এই ইউনিট খোলার চিন্তাভাবনা জেলা প্রশাসনের। কালচিনি ব্লকেই প্রথম এই কাজ হচ্ছে। একজন মেডিকেল অফিসার থাকবেন এই ইউনিটে। যিনি পুরো ভবনটির পরিচালনার দায়িত্বে থাকবেন। এছাড়াও চার থেকে পাঁচজন চিকিৎসক থাকবেন।" কালচিনি ব্লক চা বলয় প্রবণ এলাকা।
advertisement
শ্রমিক মহল্লাগুলি ঘিঞ্জি হওয়ায় এলাকায় ডেঙ্গি, ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বেশি লক্ষ্য করা যায়। বর্তমান সময়েও ডেঙ্গি নিয়ে সচেতনতা অভিযান চলছে ব্লকের বিভিন্ন স্থানে। ব্লক স্বাস্থ্য আধিকারিকের মতে এই ইউনিটটি চালু হয়ে গেলে ডেঙ্গি রোগীদের চাপ কমে যাবে। হাসপাতালে অন্যান্য রোগীদের সঠিক পরিষেবা দেওয়া যাবে। কালচিনি ব্লকে ২০২২ সালে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা চল্লিশের ওপর। যদিও প্রায় সকলে সুস্থ রয়েছেন বলে দাবি ব্লক স্বাস্থ্য দফতরের।
advertisement
কালচিনির বিডিও সচেতনতা অভিযান চালাচ্ছেন প্রতিটি সাপ্তাহিক হাটে গিয়ে। জ্বরের উপসর্গ দীর্ঘদিন থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি শ্রমিক মহল্লায় গিয়ে ব্লক প্রশাসনের উদ্যোগে রক্ত পরীক্ষা করা হচ্ছে। ডেঙ্গি রোগীদের খুঁজে বের করা হচ্ছে। এই পাবলিক হেলথ ইউনিট শুরু হলে আলাদাভাবে খুব সহজেই পরীক্ষা করা যাবে রোগ।
advertisement
Annanya Dey
Location :
First Published :
October 21, 2022 4:44 PM IST