Alipurduar News: দীপাবলির আগে বেআইনি মদ উদ্ধার আলিপুরদুয়ারে!
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
দীপাবলির আগে বড় সাফল্য আলিপুরদুয়ার থানা পুলিশের। আলিপুরদুয়ার পুলিশের জালে হাতেনাতে ধরা পড়ল চালক সহ দুই মদ পাচারকারী। ধান বোঝাই ট্রাকের আড়ালে চলছিল বেআইনি মদ পাচার।
#আলিপুরদুয়ার : দীপাবলির আগে বড় সাফল্য আলিপুরদুয়ার থানা পুলিশের। আলিপুরদুয়ার পুলিশের জালে হাতেনাতে ধরা পড়ল চালক সহ দুই মদ পাচারকারী। ধান বোঝাই ট্রাকের আড়ালে চলছিল বেআইনি মদ পাচার। ট্রাকটিতে তল্লাশি চালিয়ে মোট ৬১৩২ বোতল মেঘালয়ের মদ উদ্ধার করে পুলিশ। ধানের বস্তার আড়ালে ওই মত গুলিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছিল অভিযুক্তরা। ঘটনায় চালকসহ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। দুজনকেই জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।
ধান বোঝাই ট্রাকের আড়ালে চলছিল বেআইনি মদ পাচার। আলিপুরদুয়ার পুলিশের জালে হাতেনাতে ধরা পড়ল চালক সহ দুই পাচারকারী। বৃহস্পতিবার বীরপাড়া চৌপতি এলাকা থেকে বিপুল পরিমাণে অসম, মেঘালয়ের মদ উদ্ধার করল আলিপুরদুয়ার থানার অ্যান্টি ক্রাইম টিম। ধৃত পাচারকারীদের আদালতে পেশ করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে। এদের সঙ্গে কোনও পাচার চক্রের যোগাযোগ আছে কিনা সে ব্যাপারে তদন্ত শুরু করা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ কালচিনির প্রতিটি হাটে ডেঙ্গি নিয়ে প্রচার চালাবেন বিডিও
আলিপুরদুয়ার পুলিশ সূত্রে খবর, বুধবার মধ্যরাতে আলিপুরদুয়ার বীরপাড়া চৌপতি সংলগ্ন এলাকায় অভিযান চালায় আলিপুরদুয়ার থানার অ্যান্টি ক্রাইম টিম। গোপন সূত্রের পুলিশের কাছে খবর ছিল, বেআইনি মদ পাচারের ব্যাপারে। গোপন সূত্রে আসা খবরের ভিত্তিতে অভিযান চালায় আলিপুরদুয়ার পুলিশের একটি টিম। অভিযানে অসম থেকে শিলিগুড়িগামী একটি ১৬ চাকার ধান বোঝাই ট্রাক আটক করে আলিপুরদুয়ার থানার অ্যান্টি ক্রাইম টিম পুলিশ কর্মীরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পর সন্দেহ হয় পুলিশের।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পাগলাহাট কালীপুজোর প্রস্তুতি চলছে জোরকদমে
সেই ট্রাকটিতেই ধান সরিয়ে তল্লাশি চালানোর সময় বেরিয়ে আসে পেটি পেটি মদের বোতল। ট্রাকটিতে তল্লাশি চালিয়ে মোট ৬১৩২ বোতল মেঘালয়ের মদ উদ্ধার করে পুলিশ। ধানের বস্তার আড়ালে ওই মত গুলিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছিল অভিযুক্তরা। ঘটনায় চালকসহ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। দুজনকেই জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।
advertisement
Annanya Dey
Location :
First Published :
October 20, 2022 7:33 PM IST