Alipurduar News: কালচিনির প্রতিটি হাটে ডেঙ্গি নিয়ে প্রচার চালাবেন বিডিও

Last Updated:

ডেঙ্গি নিয়ে জনগণকে সচেতন করতে কালচিনি ব্লকের হাটগুলিতে প্রচারাভিযান চালাচ্ছেন কালচিনির বিডিও। কালচিনি ব্লকের প্রতিটি হাটগুলিতে স্বাস্থ্যকর্মী ও ব্লক অফিসের কর্মীদের নিয়ে চলে যাচ্ছেন বিডিও প্রশান্ত বর্মণ। কথা বলছেন বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে।

+
title=

#আলিপুরদুয়ার : ডেঙ্গি নিয়ে জনগণকে সচেতন করতে কালচিনি ব্লকের হাটগুলিতে প্রচারাভিযান চালাচ্ছেন কালচিনির বিডিও। কালচিনি ব্লকের প্রতিটি হাটগুলিতে স্বাস্থ্যকর্মী ও ব্লক অফিসের কর্মীদের নিয়ে চলে যাচ্ছেন বিডিও প্রশান্ত বর্মণ। কথা বলছেন বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে। জেনে নিচ্ছেন তাদের পরিবারের সকলের স্বাস্থ্যের বিষয়ে। পাশাপাশি ডেঙ্গি রোধে কি কি করনীয় তাও জানিয়ে দিচ্ছেন তিনি সকলকে। কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ জানান, "চা বাগান বেশি রয়েছে কালচিনি ব্লকে। সাপ্তাহিক হাটগুলিতে শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা বেশি আসেন। তাদের কথা ভেবেই হাটে ডেঙ্গি নিয়ে প্রচারাভিযানের কথা মাথায় আসে।"
কালচিনি ব্লকে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। ২০২২ সালে এখনও অবদি ৪২ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে ব্লকে। যদিও তার মধ‍্যে অনেকে সুস্থ হয়ে গিয়েছে। কালচিনির চা বলয়ে ডেঙ্গির থাবা যাতে বিস্তার না করতে পারে সেজন্য চা বলয়ে গণ রক্ত নমুনা সংগ্ৰহের পরিকল্পনা নিল স্ব‍াস্থ‍্য দফতর ব্লক প্রশাসন। চা বলয়ের শ্রমিক মহল্লায় ঘুরে ঘুরে প্রত‍্যেকের রক্তের নমুনা সংগ্ৰহ করা হচ্ছে। রবিবার ছুটির দিনেও কালচিনি ব্লকের চিঞ্চুলা চা বাগানে কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ ব্লক প্রশাসনের আধিকারিকরা স্বাস্থ্যকর্মীরা চা বাগানের শ্রমিক মহল্লায় ঘুরে ঘুরে শ্রমিকদের ডেঙ্গি নিয়ে সচেতন করছেন। তাদের রক্তের নমুনা সংগ্ৰহ করছেন।
advertisement
advertisement
 
কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ জানিয়ে দিয়েছেন," চা বলয়ে ডেঙ্গি যাতে বড় আকার ধারণ করতে না পারে সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। ডেঙ্গি যাতে থাবা না বসাতে পারে সেজন‍্য চা বলয়ে জনগণের রক্তের নমুনা সংগ্ৰহ করা হচ্ছে। ডেঙ্গির রিপোর্ট পজিটিভ এলেই শুরু হবে চিকিৎসা।" মাঝে ডেঙ্গি পরিস্থিতি ঠিক থাকলেও ফের কালচিনি ব্লকে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি।
advertisement
 
কালচিনি ব্লকের ডিমা চা বাগানে ডেঙ্গিতে আক্রান্ত তিন জন। আক্রান্তদের খোঁজ নিতে পৌঁছে গিয়েছিলেন কালচিনির বিডিও প্রশান্ত বর্মন ব্লক প্রশাসনের আধিকারিকরা। আধিকারিকরা এলকায় ঘুরে ঘুরে কোথাও জল জমে আছে কী না তা খতিয়ে দেখেন। যেখানে জল জমে থাকে সেই জায়গা দ্রুত পরিষ্কারের নির্দেশ দেন এবং গ্রামীন সম্পদ কর্মীদের মাধ্যমে সেখানে কীটনাশকও ছেটানো হয়। এছাড়াও এদিন আক্রান্তদের পাশাপাশি এলকাবাসীদেরও মশারি প্রদান করা হয়।
advertisement
 
 
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: কালচিনির প্রতিটি হাটে ডেঙ্গি নিয়ে প্রচার চালাবেন বিডিও
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement