বেশি মাত্রায় ভাঙন শুরু হয়েছে তোর্ষায়। এলাকায় গেলে দেখা যাচ্ছে এই ছবি। জানা গিয়েছে ইতিমধ্যে তোর্ষা নদীর গর্ভে ছয়টি ঘর চলে গিয়েছে। বর্তমানে তোর্ষা নদীর তীরবর্তী এলাকায় রয়েছে দশটি পরিবার। এই সমস্ত পরিবারের সদস্যরা ঘরবাড়ি ছেড়ে চলে যাচ্ছে। পালিয়ে যাওয়ার আগে নিজেদের ঘরের জানলা, দরজা, টিন সব খুলে নিয়ে চলে যাচ্ছেন তারা।
advertisement
আরও পড়ুন ঃ ফ্লাড সেন্টার থেকে ঘরে ফিরেই লেগে পড়লেন জলকাদা পরিষ্কারে
এলাকার বাসিন্দা মনা দে সরকার জানান, “নদীর গর্ভে ঘর চলে গেলে কিছুই বাঁচানো যাবেনা। তাই যতটুকু সম্ভব নদী গর্ভে ঘর যাওয়ার পূর্বেই ঘরের জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছি। কেউ তো খোঁজ নিতেও আসছে না। নিজেদের সুরক্ষা নিজেদেরকেই করতে হচ্ছে।”
advertisement
Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
July 18, 2023 8:36 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: এগিয়ে আসছে তোর্ষা! ভয়ে বাড়ির জানলা দরজা খুলে নিয়ে পালাচ্ছে মানুষজন