আরও পড়ুন: নারী পাচার ও সাইবার ক্রাইম ঠেকাতে পুলিশের বাজি নতুন প্রজন্ম
ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালের শৌচাগার থেকে নির্গত জল ও রোগীদের ব্যবহৃত জলের ট্যাঙ্ক ভরে তা উপচে পড়ছে। আর সেই উপচে পড়া নোংরা জল শহরের ১৫ নম্বর ওয়ার্ডের মধ্য দিয়ে যাচ্ছে। এই এলাকাটি হাসপাতাল পাড়া নামে পরিচিত। এদিকে প্রতিদিন নোংরা জল যাওয়ার ফলে তার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসীরা। স্থানীয় বাসিন্দা অর্চনা সরকার জানান, হাসপাতালের নোংরা দুর্গন্ধযুক্ত জল এই পাড়ার ড্রেন দিয়ে যাওয়ার ফলে এখানে বসবাস করাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। বাড়ির ভেতরও নাকে রুমাল দিয়ে থাকতে হচ্ছে। বিষয়টি বারবার হাসপাতাল কর্তৃপক্ষকে জানালেও তারা এই বিষয়ে কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ। এমনকি পুরসভা ও স্থানীয় কাউন্সিলরও এই বিষয়ে নীরব বলে এলাকাবাসীদের দাবি।
advertisement
হাসপাতালের নোংরা জল জনবসতির মধ্য দিয়ে যাওয়ার সমস্যা প্রসঙ্গে ফালাকাটার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ রায় বলেন, হাসপাতালের জল কোনওমতেই বাইরে আসার কথা নয়। এটি হাসপাতালের ভিতরেই স্টোর করে সেখানে প্রক্রিয়াকরণ করার কথা। আমরা বিষয়টি জানিয়েছি, কিন্তু কোনও কাজ হয়নি। এবার তিনি বিষয়টি নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন। এই বিষয়ে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে, নোংরা জল ট্যাঙ্কের মাধ্যমে হাসপাতালের মধ্যেই প্রক্রিয়াকরণ করা হয়। এরপর সেই উদ্বৃত্ত জলটি নর্দমায় পড়ছে। এটি পুরসভার দেখার বিষয়।
অনন্যা দে