TRENDING:

Alipurduar News: স্থানীয় আলোকশিল্পীদের লক্ষ্মীলাভ দুর্গাপুজোতে! ভাল বরাতে মন খুশি

Last Updated:

পুজোর অন্যতম ও গুরুত্বপূর্ণ আকর্ষণ হলো আলোকসজ্জা। আলোকসজ্জা না থাকলে পুজোই নেই । আর একটা সময় ছিল আলোকসজ্জা বলতেই চন্দননগর ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার: পুজোর অন্যতম ও গুরুত্বপূর্ণ আকর্ষণ হলো আলোকসজ্জা। আলোকসজ্জা না থাকলে পুজোই নেই । আর একটা সময় ছিল আলোকসজ্জা বলতেই চন্দননগর। এবার পুজো আসছে।তবে থাকছে না চন্দননগরের আলোকসজ্জা। স্থানীয়ভাবেই তৈরী হচ্ছে আলোকসজ্জা। একটা সময় ছিল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোতে গিয়ে আগামী বছরের দুর্গা পুজার আলোকসজ্জার বায়না করে আসতে হত পুজো কমিটির সদস্যদের। পুজোর কটা দিন ঝলমল আলোকসজ্জায় একে অপরকে টেক্কা দেওয়াই ছিল প্রতিযোগিতা৷
advertisement

বিশেষ করে উত্তরবঙ্গের বড় বড় পুজো কমিটি গুলো মন্ডপ সজ্জার পাশাপাশি আলোকসজ্জায় নজর দিতেন ৷ আলোকসজ্জার উপরেও ছিল পুরষ্কার৷ আর এই পুরষ্কার পাওয়ায় জন্য সুদূর চন্দননগর থেকে আলোকসজ্জার শিল্পীদের নিয়ে এসে রকমারী আলোকসজ্জায় ভরিয়ে দিতেন পুজো কমিটি গুলো৷ তবে এখন দিন পাল্টেছে আজ৷ উত্তরবঙ্গের বেশী বাজেটের পুজো কমিটি গুলো এখন আর চন্দননগর নয়, স্থানীয় আলোক শিল্পীদের কাছ থেকেই আলোকসজ্জার বায়না করছেন ৷

advertisement

আরও পড়ুনঃ কালচিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন এক চিকিৎসক

ফালাকাটার বেশ কয়েকজন আলোকশিল্পী এখন চরম ব্যস্ত ৷ হাতে গোনা কয়েকটা দিন পরেই বাঙ্গালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো ৷ আর এই দুর্গা পুজোকে আরও রঙ্গীন আলোঝলমল করে তুলতে আলোকসজ্জার চাহিদাও প্রচুর৷ এখন শুধু ব্লক শহরে নয়, এই আলোকশিল্পীদের কাজ পাশের রাজ্য অসম, ত্রিপুরা, অরুনাচল প্রদেশে পাড়ি দিচ্ছে৷ এই পেশায় যুক্ত শিল্পীরাই জানালেন ছোট বাজেটের নয় বড় বাজেটের পুজো কমিটি গুলোই তাদের ডাকছে ৷

advertisement

View More

আরও পড়ুনঃ কালচিনিতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একাধিক বাড়ি!

তবে সব কিছুর দাম বেড়ে যাওয়ায় স্থানীয়দের থেকে বাইরে কাজ করতে গেলে দুটো পয়সা বেশী পাওয়া যায়৷ তাই চন্দননগর নয়,স্হানীয় আলোকসজ্জা শিল্পীরা এখন পাশের রাজ্য গুলোতেও সমাদৃত হচ্ছেন ৷ আলোকসজ্জার শিল্পী বলেন, বিগত কয়েক বছর আগেও আলোকসজ্জার জন্য চন্দননগরের উপর ভরসা করত। সে দিন এখন বদলছে। এখন আমরাও সম গুণ ও মানের আলোকসজ্জা এখানেই তৈরি করছি। পুজো কমিটিগুলোর তাতে খরচও অনেক কম পরছে। আমাদের চাহিদা কিছুটা বেড়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: স্থানীয় আলোকশিল্পীদের লক্ষ্মীলাভ দুর্গাপুজোতে! ভাল বরাতে মন খুশি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল