Alipurduar News: কালচিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন এক চিকিৎসক

Last Updated:

কালচিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে খাদ‍্যসামগ্ৰী তুলে দিলেন লতাবাড়ি হাসপাতালের চিকিৎসক ডাঃ আকাশ কুমার। সোমবার চিকিৎসক আকাশ কুমার কালচিনি ধর্মশালায় পৌঁছান। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন তিনি।

+
title=

#আলিপুরদুয়ার: কালচিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে খাদ‍্যসামগ্ৰী তুলে দিলেন লতাবাড়ি হাসপাতালের চিকিৎসক ডাঃ আকাশ কুমার। সোমবার চিকিৎসক আকাশ কুমার কালচিনি ধর্মশালায় পৌঁছান। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন তিনি। যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন তারা প্রায় সকলেই এই চিকিৎসকের কাছেই কোনও শারীরিক অসুবিধা হলে ছুটে যান। চেনা পরিচিতদের সঙ্গে এত বড় দুর্ঘটনা ঘটে যাওয়ায় নিজেকে আটকে রাখতে পারেননি চিকিৎসক আকাশ কুমার। তাদের সাহায্যার্থে এগিয়ে আসেন তিনি। পাশাপাশি প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করেন তিনি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ‍্যসামগ্ৰী প্রদান করেন কালচিনি লতাবাড়ি হাসপাতালের চিকিৎসক আকাশ কুমার।
এদিন ধর্মশালায় গিয়ে তাদের হাতে খাদ‍্যসামগ্ৰী তুলে দেন চিকিৎসক। চাল, ডাল, আটা, সবজি, তেল, লবণ পেয়ে খুশি ক্ষতিগ্রস্তরা। চিকিৎসক আকাশ কুমার জানান, "যারা ক্ষতিগ্রস্ত তাদের প্রায় প্রত্যেককেআমি চিনি। দুর্ঘটনায় তাদের সবকিছু শেষ হয়ে গিয়েছে। নিজেকে আটকে রাখতে পারলাম না।চলে এলাম ধর্মশালায়। আরও কিছু সাহায্য লাগলে করা হবে।"
আরও পড়ুনঃ কালচিনিতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একাধিক বাড়ি!
ক্ষতিগ্রস্তরা তাদের দুর্দিনে চিকিৎসককে পেয়ে খুশি হয়েছেন। চিকিৎসক আকাশ কুমার তাদের ভোলেননি। ক্ষতিগ্রস্ত এলাকাবাসী জানান, "চিকিৎসক আমাদের কাছের মানুষ।এর আগেও কেউ অভাবে আছে জানলে তিনি তাদের যথাসাধ্য সাহায্য করেছেন।এমন মানবদরদী চিকিৎসক পাওয়া যায় না।"
advertisement
advertisement
আরও পড়ুনঃ এনবিএসটিসি-র একাধিক বাস পেতে চলেছে জয়গাঁ
উল্লেখ্য গত শণিবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কালচিনি মোদী লাইন এলাকায়। শর্ট সার্কিটের কারণে পরপর চোদ্দটি ঘর পুড়ে যায়। সর্বশান্ত হন এলাকাবাসীদের একাংশ। দমকলের ছয়টি ইঞ্জিন ঘন্টার পর ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু আগুনের লেলিহান শিখায় সব শেষ হয়ে যায়। এই ঘটনার পর থেকে এলাকায় অনেকে এসেছেন তাদের খোঁজ নিতে। কিন্তু চিকিৎসককে দেখে তারা আনন্দিত।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: কালচিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন এক চিকিৎসক
Next Article
advertisement
Hong Kong Fire Update: মৃত বেড়ে ১২৮, এখনও নিখোঁজ দুশো! হংকংয়ের বহুতলে কীভাবে বিধ্বংসী আগুন, শুরু তদন্ত
মৃত বেড়ে ১২৮, এখনও নিখোঁজ দুশো! হংকংয়ের বহুতলে কীভাবে বিধ্বংসী আগুন, শুরু তদন্ত
  • হংকংয়ের বহুতলে অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১২৮৷

  • এখনও নিখোঁজ প্রায় দুশো জন৷

  • কীভাবে লাগল আগুন, শুরু তদন্ত৷

VIEW MORE
advertisement
advertisement