আরও পড়ুন: সালিশি সভা চলাকালীন হাতাহাতিতে জড়িয়ে মৃত্যু
ফালাকাটার অতীতপাড়ায় দুদিন আগেই নদীর ধারে মিলেছিল এক বৃদ্ধার মুন্ডুহীন রক্তাক্ত দেহ। চিতাবাঘের আতঙ্ক সেই থেকেই শুরু। অতীতপাড়া লাগোয়া তাসাটি চা বাগানেও ছড়িয়েছে চিতাবাঘের আতঙ্ক। ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের ক্ষুদি লাইন থেকে মঙ্গলবার রাতে একটি বাড়ির পোষা বেড়াল ‘মিনি’-কে পরিবারের সবার চোখের সামনে থেকে তুলে নিয়ে যায় চিতাবাঘটি। আশ্চর্যজনকভাবে এই ঘটনিটিও ঘটেছে বাড়ির কলপাড়ে।
advertisement
জানা গিয়েছে মঙ্গলবার রাতে বাড়ির কলপাড়ে গিয়েছিলেন মাহাদো ওরাঁও। তিনি হঠাৎ দেখেন চিতাবাঘ এসে বাড়ির পোষা বেড়াল মিনি’র ঘাড়ে কামড়ে তাকে নিয়ে পালাচ্ছে। তিনি সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠেন। কিন্তু কোনও লাভ হয়নি। এদিকে পোষ্য মিনি-কে হারিয়ে শোকে ব্যাকুল গোটা পরিবার। মাহাদো ওরাঁও বলেন, আমি আর আমার নাতি ছিলাম কলের পাড়ে। নাতি মিনিকে নিয়ে ঘরে যাবে। সেই সময়ই চিতাবাঘ এসে মিনিকে নিয়ে গেল। চোখের সামনে মিনিকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখে আমার নাতিটা কেঁদে হয়রান।মুখে খাবার তুলছে না। এই ঘটনার পরও এলাকায় বনকর্মীরা না আসায় ক্ষুব্ধ গ্রামবাসীরা।
অনন্যা দে