East Bardhaman News: সালিশি সভা চলাকালীন হাতাহাতিতে জড়িয়ে মৃত্যু
- Reported by:BONOARILAL CHOWDHURY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
সালিশি সভায় মারামারির কারণে পূর্ব বর্ধমানের কালনায় এক ব্যক্তির মৃত্যু
পূর্ব বর্ধমান: সালিশি সভা চলাকালীন হাতাহাতিতে জড়িয়ে মৃত্যু হল এক ব্যক্তির। পূর্ব বর্ধমানের কালনার অকালপোষ পঞ্চায়েতের ঝিকরা এলাকার ঘটনা। মৃতের নাম জুমু শেখ। ঝিকরা এলাকার দুই পরিবারের মধ্যে দফায় দফায় অশান্তির মীমাংসা করতে এদিন গ্রামে সালিশি সভা বসে। সেই সালিশি সভা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বচসা শুরু হয় ওই দুই পরিবারের মধ্যে। মুহূর্তের মধ্যে হাতাহাতি শুরু। তাতেই গুরুতর জখম হন জুমু শেখ। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় প্রবল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
সালিশি সভায় জুমু শেখের মৃত্যু প্রসঙ্গে তাঁর ভাইপো নজরুল শেখ বলেন, দু’দিন আগে গ্রামে একটা ঝামেলা হয়। সেই ঝামেলা হওয়ার পর গ্রাম পার্টির লোকজন বলে দু’দিন পর এই বিষয়টি নিয়ে আলোচনায় বসবে। সালিশি চলার সময় ফের গোলমাল শুরু হয়। ওরা আমাকে মারতে আসে। তখন আমাকে বাঁচাতে কাকা এগিয়ে আসেন। ওরা কাকাকে ঘুসি মারে। উনি ঢালাই রাস্তার উপর পড়ে যান। প্রথমে আমরা ভেবেছিলাম অজ্ঞান হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে আমরা হাসপাতালে নিয়ে আসি। কিন্তু চিকিৎসকরা বলেন মারা গিয়েছেন।
advertisement
advertisement
প্রসঙ্গত কালনা থানার ঝিকরা গ্রামের এই দুই পক্ষের মধ্যে ঢালাই রাস্তার উপর দিয়ে জল নিকাশি ব্যবস্থা তৈরি করাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে অশান্তি চলছিল বলে খবর। এদিন দীর্ঘদিনের সেই অশান্তির মীমাংসা করতে গিয়েই ফের বসচায় জড়ায় দুই পরিবার। আর তাতেই মৃত্যু হয় জুমু শেখের।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 30, 2023 2:55 PM IST









