দিনের আলো নিভে সন্ধ্যের অন্ধকার নামলেই এলাকায় ঘুরে বেড়াচ্ছে এই চিতাবাঘটি। রাত গভীর হলেই গৃহস্থের ঘর থেকে পশু,পাখি টেনে নিয়ে চলে যায়। বাড়িতে চিতাবাঘ হানা দিয়েছে তা মাঝেমধ্যেই টের পাচ্ছেন এলাকার মানুষ। স্বাভাবিকভাবে সেই সময় তাঁদের প্রবল আতঙ্ক গ্রাস করে। কিন্তু করার কিছুই থাকে না। পূর্ণবয়স্ক চিতাবাঘের মুখোমুখি হওয়াটা যে বোকামো ছাড়া আর কিছু হবে না তা রাভা বস্তির মানুষ অভিজ্ঞতা থেকে ভালই জানেন। এর ফলে প্রতিদিন সকালে উঠে অসহায়ের মতো তাঁদের দেখতে হচ্ছে বাড়ির পালন করা হাঁস, মুরগি, ছাগল চিতাবাঘ টেনে নিয়ে গেছে।
advertisement
আরও পড়ুন: ৪২ বছর ধরে শুধুই হেঁটে চলেছেন অহিংস ভারত গড়ার লক্ষ্যে!
নিমাতি রাভা বস্তি এলাকাটি বক্সা জঙ্গল সংলগ্ন।সম্প্রতি এই এখানেই একটি হাতি হানা দিয়ে পায় দিয়ে পিষে মেরেছে এক মধ্যবয়স্ক ব্যক্তিকে। ওই মৃতের পরিবার ক্ষতিপূরণ দেবে বলেও জানিয়েছে বন দফতর। মাঝেমধ্যেই এখানে হাতি হানা দেয়। তার উপর এখন জুটেছে চিতা বাঘের দৌরাত্ম।
ঘটনা হল, হাতির আচার-আচরণ সম্বন্ধে অনেকটাই জানেন রাভা বস্তির মানুষ। কিন্তু চিতাবাঘের এরকম নিয়মিত হানা এর আগে তাঁরা খুব একটা দেখেননি। ফলে আতঙ্ক দিন দিন বাড়ছে। বন দফতরের নিমাতি রেঞ্জে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু কোনও লাভ হয়নি। এখনও জাল দিয়ে এলাকা ঘিরে দেয়নি বন দফতর। ভয়ের চোটে ছোট ছোট বাচ্চাদের চোখের আড়াল করছেন না রাভা বস্তির মানুষ। একটাই আশঙ্কা যদি চিতাবাঘ এসে ছেলেকে বা মেয়েকে তুলে নিয়ে যায়! এখনও পর্যন্ত কোনও মানুষকে আক্রমণ করেনি ওই চিতাবাঘ, কিন্তু সেটাই বা আর কতদিন! ফলে দিনের বেলাতেও কোনও ঝোপ নড়ে উঠলেই তাঁরা ভাবছেন ওই বুঝি চিতাবাঘ ঝাঁপিয়ে পড়ল।
অনন্যা দে