আরও পড়ুন: পরপর তিনটে মেয়ে হওয়ায় স্ত্রীর গলা টিপে খুন! স্বামীকে মদত দিল শ্বশুরবাড়ির বাকিরা
জানা গিয়েছে, শুক্রবার সকালে অন্যান্য দিনের মতোই চা বাগানের কাজ করছিলেন রেণুকা সাউ। তিনি বাগানের ১০ নম্বর সেকশনে কর্মরত ছিলেন।পেছনে ঝোপের মধ্যে কিছু একটা নড়াচড়ার আওয়াজ পেয়েছিলেন। ভেবেছিলেন কোনও গৃহপালিত পশু এসেছে হয়তো। কিন্তু সেখানে যে চিতাবাঘ ঘাপটি মেরে লুকিয়ে আছে তা ঘুণাক্ষরেও টের পাননি। হঠাৎই চিতাবাঘ তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। ওই শ্রমিকের চিৎকার শুনে ছুটে আসে বাকিরা। তাদের দেখে চিতাবাঘটি পালিয়ে যায়।
advertisement
এরপর আহত অবস্থায় রেণুকা সাউকে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে চিতাবাঘের হামলার ঘটনায় ভাতখাওয়া চা বাগানে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। শ্রমিকরা সহ এলাকার মানুষ দ্রুত ওই চিতাবাঘটিকে ধরার আর্জি জানিয়েছে বাগান কর্তৃপক্ষ ও বন দফতরের কাছে।
অনন্যা দে