Malda News: পরপর তিনটে মেয়ে হওয়ায় স্ত্রীর গলা টিপে খুন! স্বামীকে মদত দিল শ্বশুরবাড়ির বাকিরা

Last Updated:

পরপর তিনটে কন্যা সন্তানের জন্ম দেওয়ায় মালদহের রতুয়ায় গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে

মালদহ: পরপর তিনটে মেয়ের জন্ম দেওয়ায় স্ত্রীকে খুন করল স্বামী! মর্মান্তিক ঘটনাটি মালদহের রতুয়ার। মৃত বধূর নাম ছবিনা খাতুন (২৫)। মৃতার বাপের বাড়ির পক্ষ থেকে স্বামী সহ শ্বশুরবাড়ির বাকি সদস্যদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। খুনের অভিযোগে অভিযুক্ত স্বামীর নাম আব্দুল হান্নান।
মালদহের রতুয়ার পাঁচপাড়া কলোনি এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, সাত বছর আগে তাঁদের বিয়ে হয়েছিল। রতুয়ার আলিপাড়ার বাসিন্দা রফিকুল আলমের মেয়ে ছবিনা খাতুনের বিয়ে হয় পাঁচপাড়া কলোনির যুবক আব্দুল হান্নানের সঙ্গে। দেখাশোনা করেই তাদের মধ্যে বিয়ে হয়। বিয়ের পরেই কন্যা সন্তানের জন্ম দেন ছবিনা। তারপর থেকেই মেয়ের উপর স্বামী সহ শ্বশুরবাড়ি সদস্যরা অত্যাচার করত বলে অভিযোগ ছবিনার বাপের বাড়ির। এর পর আরও দুই কন্যা সন্তানের জন্ম দেন ওই বধূ। তাতে অত্যাচারের পরিমাণ বেড়ে যায়। সম্প্রতি ছবিনাকে বাপের বাড়ি থেকে ১ লক্ষ টাকা নিয়ে আসার জন্য তার শ্বশুরবাড়ি সদস্যরা চাপ দিচ্ছিল বলে অভিযোগ। কিন্তু সে রাজি না হওয়ায় অত্যাচার আরও বাড়ে। বৃহস্পতিবার গভীর রাতে স্বামী আবদুল হান্নান সহ শ্বশুরবাড়ির সদস্যরা মিলিত হয়ে শ্বাসরোধ করে ছবিনাকে খুন করে বলে তার বাপের বাড়ির অভিযোগ।
advertisement
advertisement
জানা গিয়েছে, আশঙ্কাজনক অবস্থায় ওই বধূকে শ্বশুরবাড়ির লোকেরা মালদহ মেডিকেল কলেজর জরুরি বিভাগে ফেলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে বাপের বাড়ির সদস্যরা হাসপাতালে ছুটে আসেন। কিন্তু ততক্ষণে সব শেষ। ওই বধূর দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার পর থেকেই স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যরা পলাত। মৃতার পরিবারের সদস্যদের অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।
advertisement
হরষিত সিংহ
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: পরপর তিনটে মেয়ে হওয়ায় স্ত্রীর গলা টিপে খুন! স্বামীকে মদত দিল শ্বশুরবাড়ির বাকিরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement