চিতাবাঘের সঙ্গে যুদ্ধ করে প্রাণে বেঁচে গেলেন এক মহিলা চা শ্রমিক। তবে প্রাণে বেঁচে গেলেও মারাত্মক ভাবে জখম অবস্থায় বর্তমানে ওই মহিলা চা শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে কালচিনি ব্লকের আটিয়াবাড়ি চা বাগানে। এদিন দুপুরে আটিয়াবাড়ি চা বাগানের ১৫ নং সেকশনে বাগানের শ্রমিক বাহা মুণ্ডা কাজ করছিলেন।
আরও পড়ুন: ইউরিক অ্যাসিডের সমস্যা? এই এক সবজিতেই বাজিমাত! নাম শুনেই বাজারে ছুটবেন
advertisement
আরও পড়ুন: হাতে মাত্র ১২ বছর! মহিলাদের মোটা হওয়া ঠেকানো প্রায় অসম্ভব! সমীক্ষায় তোলপাড় করা রিপোর্ট
ঠিক ওই সময় আচমকা একটি চিতাবাঘ ঝাঁপিয়ে পড়ে বাহা মুণ্ডার উপর। বাহা মুণ্ডা লেপার্ডের সঙ্গে কিছুক্ষণ লড়াই করেন। পরবর্তীতে অন্যান্য চা শ্রমিকরা তাঁর চিৎকারে চলে এলে বাঘটি পালিয়ে যায়। বাহা মুণ্ডা চিতাবাঘের আক্রমণে মারাত্মক ভাবে জখম হয়েছেন। তাঁকে এলাকার শ্রমিকরা উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে বাহা মুণ্ডা লতাবাড়ি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এলাকায় বনকর্মীদের টহলদারির দাবি জানিয়েছেন চা বাগানের শ্রমিকরা।
অনন্যা দে