এদিন বাগানের ১১ নং সেকশনে বাগানের মহিলা শ্রমিক তেজনি সাউ চা পাতা তুলছিলেন সে সময় আচমকা লেপার্ড এসে আক্রমণ করে । এই ঘটনায় তেজনি সাউ মারাত্মক ভাবে জখম হয়। অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে প্রথমে ভাতখাওয়া চা বাগান হাসপাতালে নিয়ে যায় এবং পরে তাকে লতাবাড়ি হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ! আসছে ফায়ার রোবট, সেটি কী জানেন
advertisement
এই ঘটনায় ভাতখাওয়া চা বাগান জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে । এক সপ্তাহের ব্যবধানে লেপার্ডের আক্রমণে ভাতখাওয়া চা বাগানে ৪ শ্রমিক জখম হওয়ায় চা বাগানের শ্রমিকরা ভাতখাওয়া চা বাগানে খাঁচা বসানোর দাবি জানিয়েছে।এই ঘটনার পর এদিন বিকেলে ভাতখাওয়া চা বাগানে বনকর্মীরা পরিদর্শনে গেলে চা শ্রমিকরা বনকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখায়।বাগানের ম্যানেজার শ্রমিকদের অসুবিধার কথা শুনে বন দফতরের কাছে খাঁচা পাতার আবেদন জানিয়েছেন।
অনন্যা দে