এদিন ধর্মশালায় গিয়ে তাদের হাতে খাদ্যসামগ্ৰী তুলে দেন চিকিৎসক। চাল, ডাল, আটা, সবজি, তেল, লবণ পেয়ে খুশি ক্ষতিগ্রস্তরা। চিকিৎসক আকাশ কুমার জানান, "যারা ক্ষতিগ্রস্ত তাদের প্রায় প্রত্যেককেআমি চিনি। দুর্ঘটনায় তাদের সবকিছু শেষ হয়ে গিয়েছে। নিজেকে আটকে রাখতে পারলাম না।চলে এলাম ধর্মশালায়। আরও কিছু সাহায্য লাগলে করা হবে।"
আরও পড়ুনঃ কালচিনিতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একাধিক বাড়ি!
advertisement
ক্ষতিগ্রস্তরা তাদের দুর্দিনে চিকিৎসককে পেয়ে খুশি হয়েছেন। চিকিৎসক আকাশ কুমার তাদের ভোলেননি। ক্ষতিগ্রস্ত এলাকাবাসী জানান, "চিকিৎসক আমাদের কাছের মানুষ।এর আগেও কেউ অভাবে আছে জানলে তিনি তাদের যথাসাধ্য সাহায্য করেছেন।এমন মানবদরদী চিকিৎসক পাওয়া যায় না।"
আরও পড়ুনঃ এনবিএসটিসি-র একাধিক বাস পেতে চলেছে জয়গাঁ
উল্লেখ্য গত শণিবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কালচিনি মোদী লাইন এলাকায়। শর্ট সার্কিটের কারণে পরপর চোদ্দটি ঘর পুড়ে যায়। সর্বশান্ত হন এলাকাবাসীদের একাংশ। দমকলের ছয়টি ইঞ্জিন ঘন্টার পর ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু আগুনের লেলিহান শিখায় সব শেষ হয়ে যায়। এই ঘটনার পর থেকে এলাকায় অনেকে এসেছেন তাদের খোঁজ নিতে। কিন্তু চিকিৎসককে দেখে তারা আনন্দিত।
Annanya Dey