মণ্ডপটি দিয়ে যাতে হাওয়া ঘুরতে পারে তার জন্য বদ্ধ করা হয়নি মণ্ডপটিকে। মণ্ডপের বাইরের দিকে কীট পতঙ্গের মডেল,ষাঁড়ের মডেল রাখা হয়েছে। আদিবাসী মানুষের মুখ রাখা হয়েছে। মণ্ডপের ভেতরে প্রবেশ করলে দেখা যাবে চারিদিকে অপরূপ সৌন্দর্যের বহিঃপ্রকাশ। আদিবাসী সম্প্রদায়ের মানুষের মডেল। তার মাঝেই রয়েছে শিব ও গণেশের মূর্তি। রাজপ্রাসাদের আদলে তৈরি করা হয়েছে পুজো মণ্ডপটি। কালোর মধ্য দিয়ে বিভিন্ন রঙ ফুটিয়ে তোলার প্রয়াস করা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ ফালাকাটা কলেজপাড়া পুজো কমিটিতে পাট দিয়ে সোনার কলস
পুজো কমিটির সদস্যদের মতে বিগত দুবছর করোনার কারণে সেই অর্থে বড় পুজো করা সম্ভব হয়নি। তাই এবারে এই পুজোর আয়োজন করা হয়।ফেলে দেওয়া জিনিস ব্যবহার করে পুজো মণ্ডপ গড়ে তোলা হয়েছে। এর মাধ্যমে বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে,ব্যবহারের উপযোগী করে তুললেই জিনিস ব্যবহার করা যায়। সব কালো জিনিস ময়লা হয় না। দর্শনার্থীদের মন এই পুজো দেখে খুশি হবে বলে দাবি আয়োজকদের।
Annanya Dey