সেইমতো শ্রমিকরা কাজে যোগদান না দিয়ে সকাল থেকে ম্যানেজার কার্যালয় ঘেরাও করে। চলতে থাকে বিক্ষোভ। কথা দিয়ে কথা রাখেনি বাগান কর্তৃপক্ষ বলে অভিযোগ বাগান শ্রমিকদের। এই ঘটনার খবর শুনে ঘটনাস্থলে কালচিনি বিজেপি বিধায়ক বিশাল লামা গিয়ে পৌঁছায়। বিশাল লামা বাগান কর্তৃপক্ষের সাথে কথা বলেন। বাগান কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় আজই বেতন প্রদান করা হবে।
advertisement
আরও পড়ুনঃ নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী ট্রাক ঢুকে পড়ল ধাবায়! ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু
পরবর্তীতে বিধায়কের আশ্বাসে শ্রমিকরা ঘেরাও তুলে নেয়। বাগান কর্তৃপক্ষের তরফে জানান হয়েছে ইতিমধ্যে অনেকের আ্যকাউণ্টে বেতন প্রবেশ করছে। যাদের বকেয়া রয়েছে বেতন তাদের বেতন ঢুকে যাবে শীঘ্রই। পূর্বে পুজোর আগে ১১% বোনাস মানতে নারাজ ছিলেন চা শ্রমিকরা। ২০% বোনাসের দাবিতে আন্দোলনে নামে কালচিনি চা বাগানের শ্রমিকরা। চা বাগানে ২০% বোনাসের দাবিতে বাগানের শ্রমিকরা কালচিনি চা বাগানে গেট মিটিং করে এবং ক্ষোভ জাহির করে।
আরও পড়ুনঃ ফেন্সিং-এর তার ছিঁড়ে পড়ায় কালচিনিতে বেড়েছে হাতির উপদ্রব!
প্রায় প্রতিদিন চা বাগানে ফ্যাক্টরি সামনে শ্রমিকরা এক ঘণ্টা গেট মিটিং এ সামিল হয়। শ্রমিকরা গতবছর ১৩.৫% বোনাস প্রদান করা হয়েছিল। এবছর প্রতিটি চা বাগানে কিছু বৃদ্ধি হয়েছে কিন্ত কালচিনি কমে গিয়েছে এর ফলে বাগানে শ্রমিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল। শ্রমিকরা ১১% বোনস মানতে নারাজ ছিলেন।
Annanya Dey