TRENDING:

Alipurduar News: বকেয়া বেতনের দাবিতে কালচিনি চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

Last Updated:

বকেয়া বেতন প্রদানের দাবিতে কাজ বন্ধ করে ম‍্যানেজার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখালো কালচিনি চা বাগানের শ্রমিকরা। যার জেরে মঙ্গলবার সকাল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ল কালচিনিতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার : বকেয়া বেতন প্রদানের দাবিতে কাজ বন্ধ করে ম‍্যানেজার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখালো কালচিনি চা বাগানের শ্রমিকরা। যার জেরে মঙ্গলবার সকাল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ল কালচিনিতে। গত ১ অক্টোবর কালচিনি চা বাগানের শ্রমিকদের বেতন প্রদানের কথা ছিল। কিন্ত বাগান কর্তৃপক্ষ জানিয়ে দেয় আগামী ৮ অক্টোবর বেতন প্রদান করা হবে। আজ সকাল অবদি বেতন প্রদান না করায় ক্ষোভের সঞ্চার হয় শ্রমিকদের মনে। বকেয়া বেতন না পেয়ে কাজে যোগদান না দেওয়ার সিদ্ধান্ত নেন শ্রমিকরা।
advertisement

 

 

সেইমতো শ্রমিকরা কাজে যোগদান না দিয়ে সকাল থেকে ম‍্যানেজার কার্যালয় ঘেরাও করে। চলতে থাকে বিক্ষোভ। কথা দিয়ে কথা রাখেনি বাগান কর্তৃপক্ষ বলে অভিযোগ বাগান শ্রমিকদের। এই ঘটনার খবর শুনে ঘটনাস্থলে কালচিনি বিজেপি বিধায়ক বিশাল লামা গিয়ে পৌঁছায়। বিশাল লামা বাগান কর্তৃপক্ষের সাথে কথা বলেন। বাগান কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় আজই বেতন প্রদান করা হবে।

advertisement

View More

আরও পড়ুনঃ নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী ট্রাক ঢুকে পড়ল ধাবায়! ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু

পরবর্তীতে বিধায়কের আশ্বাসে শ্রমিকরা ঘেরাও তুলে নেয়। বাগান কর্তৃপক্ষের তরফে জানান হয়েছে ইতিমধ্যে অনেকের আ্যকাউণ্টে বেতন প্রবেশ করছে। যাদের বকেয়া রয়েছে বেতন তাদের বেতন ঢুকে যাবে শীঘ্রই। পূর্বে পুজোর আগে ১১% বোনাস মানতে নারাজ ছিলেন চা শ্রমিকরা। ২০% বোনাসের দাবিতে আন্দোলনে নামে কালচিনি চা বাগানের শ্রমিকরা। চা বাগানে ২০% বোনাসের দাবিতে বাগানের শ্রমিকরা কালচিনি চা বাগানে গেট মিটিং করে এবং ক্ষোভ জাহির করে।

advertisement

আরও পড়ুনঃ ফেন্সিং-এর তার ছিঁড়ে পড়ায় কালচিনিতে বেড়েছে হাতির উপদ্রব!

প্রায় প্রতিদিন চা বাগানে ফ‍্যাক্টরি সামনে শ্রমিকরা এক ঘণ্টা গেট মিটিং সামিল হয়। শ্রমিকরা গতবছর ১৩.% বোনাস প্রদান করা হয়েছিল। এবছর প্রতিটি চা বাগানে কিছু বৃদ্ধি হয়েছে কিন্ত কালচিনি কমে গিয়েছে এর ফলে বাগানে শ্রমিকদের মধ‍্যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল। শ্রমিকরা ১১% বোনস মানতে নারাজ ছিলেন।

advertisement

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: বকেয়া বেতনের দাবিতে কালচিনি চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল