পুজো কমিটির সাধারণ সম্পাদক গোবিন্দ বাগচী জানান, কেদারনাথ মন্দির থিমে রাখা হয়েছে চা বলয়ের মানুষদের কথা ভেবে। অনেকেই তো যেতে পারেনা কেদারনাথ।তারা এই মন্ডপ দেখলে খুশি হবে। করোনা পরিস্থিতি পেরিয়ে এবারে দর্শনার্থীদের ভীড় উপচে পড়বে বলে তিনি আশাবাদী। হ্যামিল্টনগঞ্জ অগ্রগামী সংঘের এই মন্ডপ তৈরি হচ্ছে আট লক্ষ টাকা খরচ করে। মন্ডপের ভেতরে কেদারনাথ মন্দিরের ন্যায় বিভিন্ন মূর্তি রাখা হবে।
advertisement
আরও পড়ুনঃ ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে চালু ইউএসজি পরিষেবা
আলোর ব্যবস্থা করবেন আলিপুরদুয়ারের আলোকশিল্পীরা। এছাড়াও মন্ডপের বাইরে লাইভ স্ট্যাচুর ব্যবস্থা করা হবে। প্রায় পাঁচটি স্ট্যাচু রাখা হবে বলে এক পুজো কমিটির সদস্য জানান। ধ্যানমগ্ন সাধুদের দেখা যাবে এই স্ট্যাচুতে। যারা এই লাইভ স্ট্যাচু উপস্থাপনা করবেন তাদের সুযোগ, সুবিধার খেয়াল রাখবে পুজো কমিটির সদস্যরা। পুজো কমিটির তরফে আরও জানান হয়েছে দর্শনার্থীদের নিরাশ করা হবে না। এই পুজো জেলার সেরা পুজোর পাশাপাশি সকলের মনের পুজো হবে।
Annanya Dey