TRENDING:

Alipurduar News: ছটঘাটগুলিতে বিশেষ নজরদারি চালাবে কালচিনি ব্লক প্রশাসন

Last Updated:

অপ্রীতিকর ঘটনা এড়াতে ছট পুজোয় কালচিনির নদীঘাটগুলিতে কড়া দৃষ্টি রাখতে চলেছে কালচিনি ব্লক প্রশাসন। কালচিনি ব্লকের নদীগুলি খরস্রোতা। বেশিরভাগ নদী নেমে এসেছে ভুটান পাহাড় থেকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার : অপ্রীতিকর ঘটনা এড়াতে ছট পুজোয় কালচিনির নদীঘাটগুলিতে কড়া দৃষ্টি রাখতে চলেছে কালচিনি ব্লক প্রশাসন। কালচিনি ব্লকের নদীগুলি খরস্রোতা। বেশিরভাগ নদী নেমে এসেছে ভুটান পাহাড় থেকে। পাহাড়ে বৃষ্টি হলেই নদীতে জল ভরে ওঠে।পা সমান জল কোমর সমান হয়ে দাঁড়ায়। আবার অনেক সময় হড়পা বানের আশঙ্কা তৈরি হয়। যে কোনওরকম প্রতিকুল পরিস্থিতি এড়াতে প্রস্তুত কালচিনি ব্লক প্রশাসন। মালবাজারে নদীতে হড়পা বানের কারণে বিসর্জনে গিয়ে প্রাণ হারাতে হয় অনেককেই। এই ঘটনা যাতে দ্বিতীয়বার না ঘটে সেদিকে নজর রয়েছে প্রশাসনের।
advertisement

কালচিনি ছটপুজো কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ। তিনি জানান, সরকারি গাইডলাইনের কথা বোঝানো হয়েছে কমিটিগুলিকে। অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে আশা রাখছি। কার্তিক শুক্ল চতুর্থী থেকে কার্তিক সপ্তমী পর্যন্ত চারদিন ধরে চলে ছটপুজো। সূর্যাস্ত দিয়ে হবে ছটের প্রথম অর্ঘ্য, সকালে সূর্যোদয় দিয়ে সম্পন্ন হবে ছট পুজো। এই পুজোর প্রস্তুতি চলছে গোটা রাজ্য জুড়ে। রাজ্য ছাড়াও উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খন্ডের বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হয়।

advertisement

আরও পড়ুনঃ মিড ডে মিলের মান খতিয়ে দেখতে কালচিনি ব্লকের স্কুলগুলিতে বিডিও

ছট পুজোয় সূর্যাস্তের সময় পুজো নিবেদন করেন উপবাসে থাকা মহিলারা। পরের দিন সূর্য ওঠার সময়ও অর্ঘ্য নিবেদন করা হয়। পারিবারিক সুখ-সমৃদ্ধির জন্য নারী-পুরুষ নির্বিশেষে এই পুজোর ব্রত পালন করেন। ছটপুজোয় যাতে ব্রতীদের কোনও সমস্যায় না পড়তে হয় তার জন্য ঘাটে সুব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। জলের বেশি কাছে অস্থায়ী ঘাট নির্মাণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। ঘাটে বাজি পোড়ানো যাবে না বলে জানিয়ে দিয়েছে প্রশাসন।

advertisement

View More

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

Anannya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: ছটঘাটগুলিতে বিশেষ নজরদারি চালাবে কালচিনি ব্লক প্রশাসন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল