Alipurduar News: মিড ডে মিলের মান খতিয়ে দেখতে কালচিনি ব্লকের স্কুলগুলিতে বিডিও

Last Updated:

পুজোর ছুটি কাটিয়ে স্কুলে আসা শুরু হয়েছে স্কুল পড়ুয়াদের। সামনেই আবার কালী পুজোর ছুটি রয়েছে। উৎসবের মেজাজ ঠিক কাটিয়ে উঠতে পারেনি অনেক পড়ুয়াই। স্কুলে তাই পড়ুয়ার সংখ্যা কম।

+
title=

#আলিপুরদুয়ার : পুজোর ছুটি কাটিয়ে স্কুলে আসা শুরু হয়েছে স্কুল পড়ুয়াদের। সামনেই আবার কালী পুজোর ছুটি রয়েছে। উৎসবের মেজাজ ঠিক কাটিয়ে উঠতে পারেনি অনেক পড়ুয়াই। স্কুলে তাই পড়ুয়ার সংখ্যা কম। কালচিনি ব্লকে পুজোর ছুটির পর পড়ুয়ার সংখ্যা কেমন রয়েছে? তা দেখতে পরিদর্শনে যাচ্ছেন বিডিও প্রশান্ত বর্মণ। পাশাপাশি স্কুলে ঠিক সময় মিড ডে মিল দেওয়া হচ্ছে কি না? তাও খতিয়ে দেখছেন তিনি। স্কুলের পড়ুয়াদের পাশে বসে মিড ডে মিল খেতে দেখা যাচ্ছে বিডিও-কে।
সদ্য খুলেছে প্রাইমারি স্কুলগুলি। এরপরই কালচিনি ব্লকের একাধিক প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল খাবারের মান খতিয়ে দেখতে পৌঁছলেন কালচিনি বিডিও প্রশান্ত বর্মন ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। এ বিষয়ে বিডিও প্রশান্ত বর্মন জানান, 'ছাত্র-ছাত্রীরা সঠিক পুষ্টিকর খাদ্য পাচ্ছে কী না। এছাড়াও বিদ্যালয়ে ঠিকমতো পঠন-পাঠন হচ্ছে কী না তা দেখতেই এদিন একাধিক প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে আসা।'
advertisement
আরও পড়ুনঃ তিনটি গাড়ির সংঘর্ষের ঘটনায় আতঙ্কিত ফালাকাটাবাসী!
চা বলয় অধ্যুষিত এলাকা কালচিনি ব্লক। অভিভাবকরা শিশুদের পঠনপাঠনের জন্য শুধু স্কুলে পাঠান না। স্কুলে পাঠানোর অন্যতম কারণ মিড ডে মিল। চা বলয়ের অধিকাংশ বাড়িতে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করা মুশকিল হয়ে যায়। বড়রা একবেলা খেয়ে পেট ভরালেও, শিশুদের পুষ্টিতে যাতে কোনও খামতি না থাকে সেদিকে লক্ষ্য রাখেন অভিভাবকেরা। স্কুলে গেলেই মিড ডে মিলের খাবার মিলবে। প্রতিদিন খাবারে পরিবর্তন লক্ষ্য করা যায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ হাতির হানায় মাদারিহাটে নষ্ট সারা বছরের রোজগারের ধান!
এসব কথা মাথায় রেখেই স্কুল পড়ুয়ারা ছুটে আসে স্কুলে। মিড ডে মিলে শিশুদের কি চালের ভাত, খিচুড়ি দেওয়া হচ্ছে,তা খতিয়ে দেখেন বিডিও। পানীয় জলের সমস্যা রয়েছে কি না? সেই বিষয়ে জেনে নেন বিডিও। কোনও স্কুলে পানীয় জলের সমস্যা থাকলে তা শীঘ্রই সমাধান হবে বলে জানিয়েছেন বিডিও।
advertisement
Annanya Dey
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: মিড ডে মিলের মান খতিয়ে দেখতে কালচিনি ব্লকের স্কুলগুলিতে বিডিও
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement