কালচিনি ব্লকে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। ২০২২ সালে এখনও অবদি ৪২ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে ব্লকে। যদিও তার মধ্যে অনেকে সুস্থ হয়ে গিয়েছে। কালচিনির চা বলয়ে ডেঙ্গির থাবা যাতে বিস্তার না করতে পারে সেজন্য চা বলয়ে গণ রক্ত নমুনা সংগ্ৰহের পরিকল্পনা নিল স্বাস্থ্য দফতর ও ব্লক প্রশাসন। চা বলয়ের শ্রমিক মহল্লায় ঘুরে ঘুরে প্রত্যেকের রক্তের নমুনা সংগ্ৰহ করা হচ্ছে। রবিবার ছুটির দিনেও কালচিনি ব্লকের চিঞ্চুলা চা বাগানে কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ ব্লক প্রশাসনের আধিকারিকরা ও স্বাস্থ্যকর্মীরা চা বাগানের শ্রমিক মহল্লায় ঘুরে ঘুরে শ্রমিকদের ডেঙ্গি নিয়ে সচেতন করছেন। তাদের রক্তের নমুনা সংগ্ৰহ করছেন।
advertisement
আরও পড়ুনঃ পাগলাহাট কালীপুজোর প্রস্তুতি চলছে জোরকদমে
কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ জানিয়ে দিয়েছেন," চা বলয়ে ডেঙ্গি যাতে বড় আকার ধারণ করতে না পারে সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। ডেঙ্গি যাতে থাবা না বসাতে পারে সেজন্য চা বলয়ে জনগণের রক্তের নমুনা সংগ্ৰহ করা হচ্ছে। ডেঙ্গির রিপোর্ট পজিটিভ এলেই শুরু হবে চিকিৎসা।" মাঝে ডেঙ্গি পরিস্থিতি ঠিক থাকলেও ফের কালচিনি ব্লকে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি।
আরও পড়ুনঃ আহত অবস্থায় একটি হরিণকে মাদারিহাট থেকে উদ্ধার করল বন দফতর
কালচিনি ব্লকের ডিমা চা বাগানে ডেঙ্গিতে আক্রান্ত তিন জন। আক্রান্তদের খোঁজ নিতে পৌঁছে গিয়েছিলেন কালচিনির বিডিও প্রশান্ত বর্মন ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। আধিকারিকরা এলকায় ঘুরে ঘুরে কোথাও জল জমে আছে কী না তা খতিয়ে দেখেন। যেখানে জল জমে থাকে সেই জায়গা দ্রুত পরিষ্কারের নির্দেশ দেন এবং গ্রামীন সম্পদ কর্মীদের মাধ্যমে সেখানে কীটনাশকও ছেটানো হয়। এছাড়াও এদিন আক্রান্তদের পাশাপাশি এলকাবাসীদেরও মশারি প্রদান করা হয়।
Annanya Dey