মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার এই ১৩টি গ্রামের প্রতিটি বাড়িতে চলে যাবেন কালচিনি বিডিও সঙ্গে নিয়ে সরকারি পরিষেবা। এর আগে ২০২১ সালের আগস্ট মাসে বক্সা দুর্গের ময়দানে বসেছিল দুয়ারে সরকারের শিবির। তখন এই দুর্গম এলাকায় ট্রেক করে পৌঁছে গিয়েছিলেন আলিপুরদুয়ারের জেলাশাসক ও কালচিনির বিডিও। আধিকারিকদের সঙ্গে নিয়ে শিবিরে যোগ দিয়েছিলেন। বাকি ১২টি গ্রামের বাসিন্দারা পাকদণ্ডী বেয়ে নেমে এসে এই শিবিরে পরিষেবা নিয়েছিলেন।
advertisement
আরও পড়ুনঃ পাচারের আগেই ফিল্মি কায়দায় অভিযান চালিয়ে উদ্ধার চন্দন কাঠ!
কিন্তু এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে বক্সা, লেপচাখা, আদমা, তাসিগাঁও সহ মোট ১৩টি পাহাড়ি গ্রামের প্রতিটি বাড়িতে চলে যাবেন বিডিও প্রশান্ত বর্মণ। সাধারণত যে কোনও প্রয়োজনে বক্সা পাহাড়ের মানুষদের নেমে আসতে হয় রাজাভাতখাওয়া গ্রাম পঞ্চায়েত অফিস অথবা কালচিনির বিডিও অফিসে, যা তাঁদের জন্য যথেষ্ট সময় সাপেক্ষ ও কষ্টের। তাই এবার এই পাহাড়ি গ্রামের বাসিন্দারা যাতে সমস্ত সরকারি পরিষেবা তাঁদের গ্রামেই পান সেই জন্যই এই কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন।
আরও পড়ুনঃ নতুনভাবে সেজে উঠছে ফালাকাটার সরকারি বাস স্ট্যান্ড, খুশি যাত্রীরা
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পাহাড়ের প্রতিটি মানুষ সুবিধা পাচ্ছেন কি না তা খতিয়ে দেখতে জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা সরকারি আধিকারিকদের নিয়ে ওই শিবিরগুলিতে উপস্থিত থাকবেন।এখানে পরিবহণ ব্যবস্থা নেই বললেই চলে। দুর্গম পাহাড়ি পথ। পূর্ব হিমালয়ের পাদদেশে আলিপুরদুয়ারের বক্সা পাহাড়ের কোলে বসতি কয়েকটি গ্রামের। থাকেন লেপচা, ডুকপা জনজাতির মানুষ। এই জনজাতির মানুষদের প্রতিকুল জীবনযাত্রার কথা মাথায় রেখে মুলত এই উদ্যোগ বলে প্রশাসন সূত্রে জানা যায়।
Annanya Dey