Alipurduar News: নতুনভাবে সেজে উঠছে ফালাকাটার সরকারি বাস স্ট্যান্ড, খুশি যাত্রীরা
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
ফালাকাটাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলায় খুশি এলাকাবাসী। উত্তরবঙ্গ রাষ্টীয় পরিবহন সংস্থার ফালাকাটা বাস স্ট্যান্ড নব কলেবরে সেজে উঠবে আগামী দুমাস পরে। এর জন্য প্রাথমিক কাজ শুরু করেছে দফতর।
#আলিপুরদুয়ার : ফালাকাটাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলায় খুশি এলাকাবাসী। উত্তরবঙ্গ রাষ্টীয় পরিবহন সংস্থার ফালাকাটা বাস স্ট্যান্ড নব কলেবরে সেজে উঠবে আগামী দুমাস পরে। এর জন্য প্রাথমিক কাজ শুরু করেছে দফতর। পরিবহন দফতর সূত্রে জানাগেছে এরজন্য মাপজোক কাজ শুরু হয়েছে শনিবার থেকে। বর্তমান টিকিট কাউন্টার যাত্রী প্রতীক্ষালয় অফিস রুম রয়েছে সেগুলো ভেঙে ফেলা হবে। পূর্বদিকে হবে ১০মিটার দীর্ঘ ও ১০মিটার চওড়া সিএনজি পাম্প এবং দক্ষিণ প্রান্তে তিনটি ঘরে হবে টিকিট কাউন্টার ও অফিস।
গাড়ি গুলো ভেতরে প্রবেশ করে দাঁড়াবে এবং যাত্রী ওঠানামা করবে সেখানে ব্লক বসানো হবে যাতে বর্ষায় জল ও কাঁদা না হয়। পশ্চিম প্রান্তে যাত্রীদের জন্য যে সুলভ শৌচালয় রয়েছে সেটা প্রায় ভাঙ্গন দশা সেগুলোকে সরিয়ে পিছনে নিয়ে যাওয়ারও প্রস্তাব করা হয়েছে। ফালাকাটা স্টেশন ইনচার্জ অরুণ চৌধুরী বলেন, আগামী দিনে এখানে সিএনজি যাত্রীবাহী বাস চলাচল করবে সে জন্য এই স্টেশনে আধুনিকীকরণের কাজ শুরু হয়ে যাবে।
advertisement
advertisement
আগামী দু মাসের মধ্যেই বর্তমানে আমাদের যেখানে অফিস রুম এবং টিকিট কাউন্টার রয়েছে সেগুলো এখান থেকে সরিয়ে নেওয়া হবে এবং বাস গুলোকে ভেতর দিকে নিয়ে পার্কিং করানোর ব্যবস্থা করা হবে। গত শনিবার দিন দফতর থেকে এসে পরিমাপ করে গিয়েছে ।আমরা প্রস্তাব দিয়েছি বড় বড় গাছগুলো রয়েছে সেগুলোকে রেখে যেন এই আধুনিকীকরণ করা হয়।
advertisement
আরও পড়ুনঃ কালচিনিতে পুণ্যার্থীদের ছট সামগ্রী বিতরণ করলেন সমাজসেবীরা
এই সিএনজি পাম্পটি হলে এবং এর আধুনিকীকরণ হয়ে গেলে গাড়িগুলো একদিক দিয়ে ঢুকে ভিতরে স্ট্যান্ডে দাঁড়াবে এবং সিএনজি নিয়ে আবার সেগুলো তার গন্তব্যে ফিরে যাবে। বর্তমানে এখানে ৯৬ টি গাড়ি প্রতিদিন যাতায়াতের সময় এই স্টেশনে দাঁড়ায় এবং যাত্রী ওঠানামা করে। আগামী দিনে এর পরিসংখ্যা বাড়বে সেই কারণেই এই উদ্যোগ গ্রহণ করেছে দফতর । এবং ফালাকাটার এই স্টেশন থেকে বিভিন্ন রুটে সরকারি বাস চালানো যায় তারও প্রস্তাব আমরা এখান থেকে পাঠিয়েছি।
advertisement
Annanya Dey
Location :
First Published :
November 01, 2022 7:18 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: নতুনভাবে সেজে উঠছে ফালাকাটার সরকারি বাস স্ট্যান্ড, খুশি যাত্রীরা